ফলতা: কয়লা পাচার কাণ্ডে তাঁকে কিছু করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ও তাঁর পরিবারকে তলব করছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতার ফতেপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে এমনই দাবি করলেন অভিষেকের। তিনি বলেন, ৩৬ মাস আগে আমি যে কথা বলেছিলাম, আজকেও আমি তাতে অনড়। এক পয়সা দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবে না।
২০২০ সালের নভেম্বরে অভিষেককে কয়লা পাচার কাণ্ডে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অভিষেকের হাজিরা কোথায় হবে, দিল্লিতে না কলকাতায়, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইডিকে নির্দেশ দেয়, অভিষেককে ডাকতে হলে কলকাতাতেই ডাকতে হবে। তিনি বলেন, কয়লা কাণ্ডে আমাকে কিছু করতে না পেরে এখন আমার বাবা, মা ও স্ত্রীকেও ডেকে পাঠাচ্ছে। গলা কেটে দিলেও তৃণমূল জিন্দাবাদ আর জয় বাংলা বার হবে।
আরও পড়ুন: ৬ হাজার পাতার নথি দিয়ে সিজিও ছাড়লেন অভিষেক
আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল বৃহস্পতিবার। কিন্তু গতকাল তাঁকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি (ED)। সেইমতো তিনি গতকাল সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের (CGO Complex) ইডির দফতরে এসে পৌঁছন। প্রায় ১ ঘণ্টা পর তিনি ইডি দফতর থেকে বের হন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। আমাকে সশরীরের আসতে বলেছিল তাই এসেছি। সাড়ে ছ’হাজার পাতার নথি দিয়েছি। সেগুলি দেখে ফের যেদিন ডাকবে সেদিন আসব। তদন্তে সহযোগিতা করেছি।