কলকাতা: মেয়েকে খুন করা হয়েছে। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College) এসে দাবি করলেন মৃত চিকিৎসক পড়ুয়ার মা। শুক্রবার মৃত ডাক্তারি পড়ুয়ার (Medical Student) মা সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। দোষীদের যাতে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, মেয়ে গায়ে কোনও জামা কাপড় ছিল না। শুধু গায়ে একটা নীল চাদর ছিল। আমার মেয়ে খুবই ভালো ছিল। মানুষের সেবা করতে এসে খুন হয়ে গেল আমার মেয়ে।
চিকিৎসকের মা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টায় শেষ বার কথা হয়েছিল মেয়ের সঙ্গে। তিনি বলেন, তখন মেয়ে জানিয়েছিল ওরা খাবার অর্ডার করেছিল। আমায় বলল, তোমরাও খেয়ে নাও। তার পর কোনও কথা হয়নি। ওই শেষ। চিকিৎসকের মা দাবি করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা। একটা মাত্র মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল দেহ। গায়ে কাপড় ছিল না। চশমাটা ভেঙে গিয়েছিল। মুখে আঘাতের চিহ্ন ছিল। মানুষের সেবা করতে এসে, খুন হয়ে গেল আমার মেয়েটা। মৃত চিকিৎসকের বাবা জানিয়েছেন, তাঁদের ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, যতটা সম্ভব, তিনি চেষ্টা করবেন। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: আর জি করে মৃত ছাত্রীর বাবা-মার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জুনিয়র ডাক্তারেরা মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন। মেডিক্যাল কলেজের সেমিনার হলে কোন ও সিসিটিভির নজরদারিও নেই বলে অভিযোগ করেন মৃত ডাক্তারি পড়ুয়ার মা।
অন্য খবর দেখুন