কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, অবিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ইস্টবেঙ্গল ক্লাব৷ এ নিয়ে সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের বক্তব্য এবং অবস্থান জানিয়ে দিল তারা। সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছে আর্জি, অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর এই নিপীড়ন বন্ধ হওয়া দরকার। এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অনুরোধ জানিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল শব্দের মধ্যে আত্মিক এবং ঐতিহাসিক ভাবে সম্পৃক্ত রয়েছে ওপার বাংলা। ক্লাবটির সমর্থকদের কারও কারও জন্মই হয়েছিল পূর্ব বঙ্গ বা অধুনা বাংলাদেশে। কারও পূর্বপুরুষের ভিটে ছিল ওপার বাংলায়। তাঁদের অনেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন।
আরও পড়ুন: নাইটদের নতুন নেতা রাহানে? চলছে তুমুল জল্পনা
ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব জন্মগ্রহণ করেছিল প্রতিবাদের মধ্যে দিয়ে। রেসিজম শব্দটি ফিফা চার্টারে স্থান পাওয়ার অনেক আগেই ইস্টবেঙ্গল ক্লাব রেসিজমের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিস্থাপন করেছিল।… বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয়স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং ৬০-এর দশকের শেষের দিকে এবং ৭০-এর দশকের প্রথম দিকে এই ধরণের আক্রমণের স্বীকার হয়েছেন। আমরা তাঁদের থেকে প্রচুর ফোন এবং ই মেইল পাচ্ছি, যেখানে তারা আমাদের এই বিষয়টি যথায জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন।… বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরণের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।”
দেখুন আরও খবর: