নয়াদিল্লি: ভাড়া না মেটালে উচ্ছেদ থেকে ভাড়াটেকে রক্ষাকবচ নয়। বাড়িওয়ালা ভাড়াটে মামলায় এমন অভিমত দিয়ে গাইডলাইন জারি কেরল হাইকোর্টের (Kerala High Court)। ভাড়াটে যেখানে থাকছেন, সেখানকার সর্বৈব অধিকার বাড়িওয়ালার। তাই সেখানে থাকার অধিকার বজায় রাখতে গেলে ভাড়া দিতেই হবে। এর অন্যথা হলে উচ্ছেদের ক্ষেত্রে কোন রক্ষাকবচ দেওয়া যাবে না বলে রায় বিচারপতি সি জয়চন্দ্রনের।
উচ্ছেদের বিরুদ্ধে মামলা চালাতে দেওয়ার অর্থ বাড়িওয়ালার হেনস্থা। ভাড়াটেকে অনায্য সুবিধা দান। কারণ ভাড়া না মেটানো ভাড়াটেকে তাঁকেই বহন করে যেতে হবে। যা চলতে পারে না। এমন মামলা সম্পূর্ণভাবে সুবিচারের পরিপন্থী। অভিমত বিচারপতির।
আরও পড়ুন: কেন আয়ুর্বেদিক ডাক্তারদের প্রতি সৎ মায়ের মতো আচরণ? প্রশ্ন সুপ্রিম কোর্টের
উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রার্থী ভাড়াটেকে হলফনামা দিয়ে বলতে হবে যে, বকেয়া যাবতীয় ভাড়া মিটিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও নিয়মিত মেটানো হবে। যদি তা মেটানো না হয়, তাহলে তার যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। যদি দেখা যায়, এমন হলফনামা দেওয়ার পরেও বকেয়া ভাড়া মেটানো হয়নি, সেক্ষেত্রে বকেয়া ভাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেটানোর নির্দেশ আদালতকে দিতে হবে। অন্যদিকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাড়া দিয়ে যেতে হবে। ভাড়া না মেটালেই রক্ষাকবচ প্রত্যাহৃত হবে। জানিয়েছে আদালত।
আরও খবর দেখুন