কলকাতা: শিয়ালদা আদালতে ফ্লাইং কিস ছুড়ল সঞ্জয় রায় (Sanjay Roy)। এমন আচরণের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আরজি কর মামলায় প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আরজি কর কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। রোজই শিয়ালদা আদালতে স্বশরীরে হাজিরা দিতে হচ্ছে সঞ্জয় রায়কে। সেমবার আদালতে হাজিরা দেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠার সময় সঞ্জয়কে বলতে শোনা যায় সে নির্দোষ। তাঁকে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফাঁসিয়েছে। সাংবাদিকদের সামনে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেছে। এরবর বুধবার ফ্লাইং কিস ছুড়ল সঞ্জয় রায়।
আরও পড়ুন: রাজধানীর বাতাসে বিষ, ধোঁয়াশায় ঢাকল চারিদিক, ব্যহত ট্রেন-রেল পরিষেবা
শিয়ালদা আদালতে ফ্লাইং কিস ছুঁড়ল সঞ্জয়। এই আচরণের সঞ্জয়কে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে প্রিজন ভ্য়ানে ওঠার আগে তাকে এই ভঙ্গিমায় দেখা যায়। এরপর তাকে দ্রুত প্রিজন ভ্যানে তোলা হয়। এমন আচরণের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষত, তাকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়ার জন্য আগের থেকে ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে। এই গাড়িতে লোহার জাল ব্যবহার করা হয়েছে।
অন্য খবর দেখুন