কলকাতা: সরকারী কর্মীদের জন্য এবার সুখবর! ট্রেনের ভাড়া হতে চলেছে মুকুব। এখন থেকে রাজ্য সরকারের সব শ্রেণির কর্মীরা সপরিবারে ট্রেন যাত্রায় শীততাপনিয়ন্ত্রিত শ্রেণির পুরো ভাড়া পেয়ে যাবেন রেলের পক্ষ থেকে। এমনই নির্দেশ জারি করা হল অর্থ দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুন: ২৩ বছর পর রেল দুর্ঘটনায় মৃত পরিবারকে ৮ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
আজ রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানও হয়েছে, যে সকল কর্মীর মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। তাঁর বেশি যে সকল সরকারী কর্মচারীদের বেতন তাঁরা টু টিয়ারের ভাড়া পাবেন। এমনকি বাতানুকুল সম্বলিত ট্রেনগুলির ভাড়া পাবেন সরকারি কর্মীরা। শুধুমাত্র ট্রেনের ভাড়াই নয়, এলটিসি নিয়ে জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপের জন্য যে সকল সরকারী কর্মীরা পঞ্চাশ হাজার টাকার বেশি বেতন পান, সেই সকল ব্যক্তি এবং তাঁদের পরিবার এ শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন। পঞ্চাশ হাজার টাকার কম বেতনভোগীরা দ্বিতীয় শ্রেণীর ভাড়া পাবেন বলে জানানও হয়েছে রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে।
এলটিসি সংক্রান্ত এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এতদিন এলটিসি বিষয়ে যে সরকারি বিজ্ঞপ্তি ছিল, সেখানে কর্মীদের ট্রেনের ভাড়ার শ্রেণির নিয়ে বিভ্রান্তি ছিল। সরকারি সূত্রের খবর গ্রুপ সি এবং ডি শ্রেণির কর্মীদের ভাড়া নিয়ে বৈষম্য ছিল। এখন থেকে তা দূর করে এসি শ্রেনীর ভাড়ার সুবিধা পাবেন। প্রসঙ্গত জানাই সরকারী কর্মীরা ৫ বছর অন্তর সপরিবারে ভ্রমণের এই ভাতার সুবিধা পান।
দেখুন অন্য খবর