নদিয়া: পুর্নবাসন (Rehabilitation) ছাড়া হকার (Hawker) উচ্ছেদ করা যাবে না। এই স্লোগান তুলে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন হকারদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, নদিয়া জেলার কৃষ্ণনগর পুরসভার সামনে পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এবং বেআইনিভাবে হকার উচ্ছেদ করা চলবে না এই স্লোগান তুলে বিক্ষোভ হয় শনিবার। কৃষ্ণনগর পুরসভার সামনে এবং কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকাররা। চেয়ারম্যানকে ডেপুটেশন দেন হকাররা। হকাররা চাইছেন পুর্নবাসন। হকারদের বার্তা, তাঁদের যদি পুর্নবাসন না দেয় কৃষ্ণনগর পুরসভা তাহলে তাঁদের উপর বুলডোজার চালিয়ে দিক। তাঁরা বলেন, আমাদের রাস্তার অনেক নীচে রয়েছি। আমাদের কেন উচ্ছেদ করবে। তবে এই বিষয়ে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন: গ্যাংস্টার সুবোধ সিংয়ের গলায় উঠে এল ব্যবসায়ী তাপস ভগতের নাম
আরও খবর দেখুন