বলাগড়: দূর্গাপুজোর (Durga Puja 2024) কাউন্টডাউন শুরু। প্রতি বছর জিরাট (Hooghly Jirat Durga Puja 2024) সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের উপর নজর থাকে গোটা জেলার। এবার ৭৫ বছরে জিরাট সার্বজনীন দুর্গোৎসব। ৭৫ তম বর্ষে এবারে তাদের থিম “অযোধ্যার রাম মন্দির (Ram Mandir )। কলকাতা থেকে জেলায় জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। কলকাতার পর এবার জেলার পুজোতেও রাম মন্দির থিম প্যান্ডেল দেখা যাবে। গত বছরই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছিল কলকাতার এক নামী পুজোর মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার। এবার হুগলির বলাগড়ের জিরাটে প্রায় 35 লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে রাম মন্দিরের থিম।
আরও পড়ুন: কাতারের মুনটাওয়ার দেখা যাবে জিরাটে
গত তিন মাস ধরে তৈরি হচ্ছে এই পুজো মন্ডল। এই রাম মন্দিরের চারপাশে দেখা যাবে নারায়ণ, রাম-সীতা ও হনুমানের মূর্তি। আর মন্দিরের ভিতরে দেখা যাবে দুর্গা প্রতিমাকে। এই মণ্ডপের চূড়ার সজ্জার দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। পুজো উদ্যোক্তাদের দাবি, ‘জেলার বহু মানুষ রাম মন্দির দেখতে চাইলেও খরচের জন্য অযোধ্যা যেতে পারেন না। তাই এই থিম বেছে নেওয়া হয়েছে। চলতি বছর ৭৫ বর্ষে পা দিচ্ছে এই পুজো। সাবেকিয়ানা ছেড়ে তাই থিমের দিকেই ঝুঁকেছেন উদ্যোক্তারা। থিম রাম মন্দির হলেও রাজনীতির ধারে পাশেও ঘেঁষতে চাইছেন না আয়োজকরা। তাঁদের কথায়, ‘এই উদ্যোগ শুধুমাত্র পুজোর কথা চিন্তা করে। এখানে রাজনীতির লেশমাত্র নেই।’যদিও এই থিমের পুজো কোন রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই তেমনটাই দাবি করেছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপ শিল্পী তপনকুমার পাত্র বলেন,গোটা মণ্ডপেই ফাইবারের কাজ থাকবে। চারপাশে থাকবে রামের মূর্তি।
অন্য খবর দেখুন