নয়াদিল্লি: মহাকাশ কর্মসূচিতে আরও বড়সড় উদ্যোগ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (Isro) লেহতে দেশের প্রথম ‘অ্যানালগ মহাকাশ অভিযান’ (Analog Space mission) শুরু করেছে। এই মিশন সম্পর্কে ইসরোর তরফে জানানো হয়েছে, মহাকাশে যাওয়ার আগে পৃথিবীতে মহাকাশের মতো কঠিন পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য ডিজাইন তৈরি করা হয়েছে। এর আগেও ইসরো বহু মিশন লঞ্চ করেছে, তবে এই মিশনটি মহাকাশে নয়া দরজা খুলে দিল।
এই নয়া মিশন ভবিষ্যতের নভঃশ্চরদের পৃথিবীর বাইরে চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে। ভারত ইতিমধ্যেই আসন্ন সময় চাঁদ ও মঙ্গলে মানববাহী অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: চীনের কুনজর! ভারতের সর্বোচ্চ রেল সেতু নিয়ে বাড়ছে উদ্বেগ
ইসরো এই মিশন সম্পর্কে বলেছে, ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লেহতে শুরু হয়েছে। এটি হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, ইসরো, আকা স্পেস স্টুডিও, লাদাখ বিশ্ববিদ্যালয়, আইআইটি বম্বে, লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট সমর্থিত একটি যৌথ প্রচেষ্টা। এই মিশনের জন্য লেহকে বেছে নেওয়া হয়েছে।
ইসরো আরও জানিয়েছে, ভারত আগামী দিনে চাঁদে মহাকাশচারী পাঠাতে চায়। তাই চাঁদ সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য জানা প্রয়োজন। লাদাখের ভূতাত্ত্বিক অবস্থার সঙ্গে মঙ্গল ও চাঁদের সাদৃশ্য আছে। পাশাপাশি এর ঠাণ্ডা, শুষ্ক অবস্থা, উচ্চ উচ্চতা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কৌশল পরীক্ষা করার জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করবে।
জানা গেছে, এই মিশনে ইসরো এমন একটি এলাকা বেছে নিতে চেয়েছে, যা চাঁদ বা মঙ্গল গ্রহের পৃষ্ঠের অনুরূপ। সেখানে, মহাকাশচারীরা সীমিত সম্পদের সঙ্গে বসবাস করতে পারবে, চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করারও অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
রাজনগরের বিভাগীয় ফরেস্ট আধিকারিক সুদর্শন গোপীনাথ জানিয়েছেন, এই অ্যানালগ মিশনটি অন্যান্য গ্রহে বসবাসের কঠিন পরিস্থিতি বুঝতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দেখুন অন্য খবর: