Saturday, July 5, 2025
HomeScrollফের ব্যাটিং বিপর্যয়, ঘিরে ধরছে হোয়াইটওয়াশের আতঙ্ক
IND vs NZ

ফের ব্যাটিং বিপর্যয়, ঘিরে ধরছে হোয়াইটওয়াশের আতঙ্ক

দিনের সবথেকে বড় ট্র্যাজেডি ঘটালেন বিরাট কোহলি

Follow Us :

মুম্বই: ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। তাতে প্রতিপক্ষ বোলারদের যতটা কৃতিত্ব, তা চেয়ে বেশি ভারতীয় ব্যাটারদের দোষ। দলের ২৫ রানে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আউট হন। এরপর যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নিউজিল্যান্ডের স্পিনারদের রীতিমতো শাসন করছিলেন দুই তরুণ তুর্কি। রান উঠছিল ওভারপ্রতি চারের বেশি।

এজাজ প্যাটেলদের বার বার রিভার্স সুইপ করছিলেন যশস্বী। সেটাই কাল হল। লেগস্টাম্পে পড়া বল রিভার্স সুইপ করতে গিয়ে বলের নাগালই পেলেন না, বোল্ড হয়ে গেলেন। ট্র্যাজেডির তখনও কিছুই হয়নি। মহম্মদ সিরাজকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো হল, যা টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্ত। এই ম্যাচে সেট ব্যাটারেরও টিকে থাকার গ্যারান্টি নেই।

আরও পড়ুন: জাদেজার পাঁচ উইকেট, নিউজিল্যান্ড ২৩৫ রানে শেষ

সিরাজ প্রথম বলেই এলবিডব্লু। এক তো উইকেট গেল, তার উপর রিভিউ নিয়ে নষ্ট করলেন তিনি। তবে দিনের সবথেকে বড় ট্র্যাজেডি ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। মিড অনে বল ঠেলে সিঙ্গল নিতে গেলেন। অব্যর্থ নিশানায় ডাইরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন ম্যাট হেনরি। রিপ্লেতে দেখা গেল, ক্রিজ থেকে অন্তত ফুটখানেক দূরে আছেন কোহলি। এত ঝুঁকি নেওয়ার কোনও প্রয়োজনই ছিল না।

 

নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত ৮৫ রানে চার উইকেট খুইয়েছে। ৩৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকলেন গিল। ঋষভ পন্থ এক বল খেলেছেন। আগামিকাল ফের ওয়াংখেড়ের লাল মাটির ঘূর্ণি পিচে লড়াই করতে নামবেন তাঁরা। দুই পেসারের পর এখন পর্যন্ত তিন স্পিনারকে বল করিয়েছেন কিউয়ি অধিনায়ক। লেগস্পিনার ইশ সোধি এখনও অব্যবহৃত অস্ত্র। শনিবার কখন তাঁকে আক্রমণে আনা হয় সেটাই দেখার।

ভারত ইতিমধ্যেই ব্যাকফুটে। আগামিকাল বড় পার্টনারশিপ না হলে এই ম্যাচও হাত থেকে দূরে সরে যাবে। সিরিজ হারের পর হোয়াইটওয়াশের আতঙ্ক ঘিরে ধরবে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ২-০ হেরেছিল ভারত। তারপর থেকেই হোয়াইটওয়াশের লজ্জা কখনও জোটেনি। গৌতম গম্ভীরের আমলে তেমন কিছু হতেই পারে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39