কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Kristhna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী দল।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছে কালীঘাটের কাকুর কন্ঠস্বর হাতিয়ার। আগেই সিবিআই জানিয়েছে এই মামলার তদন্ত গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। এবার তদন্তের স্বার্থে সেই নমুনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-ও চেয়েছে। বৃহস্পতিবার বিশেষ আদালতে সিবিআই এই আবেদন জানিয়েছে।
অসুস্থতার কারণে জেল হাসপাতালের চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবারও সিবিআই বিশেষ আদালতে হাজিরা দিতে পারেননি সুজয়। এদিন আদালতে কালীঘাটের কাকুকে শোন অ্যারেস্ট দেখাতে চাইছে সিবিআই। এর পরেই বিচারক সাফ জানিয়ে দেন, কাউকে হেফাজতের নিতে হলে তাকে আদালতে সশরীরের হাজিরা দিতে হবে। সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না। কেন হেফাজতে চাইছেন, সেটা আগে বোঝান।’’ এর পরেই কেন্দ্রীয় দল জানায়, তারা ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। এরপর সিবিআই আদালতে জানায়, কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। শোন অ্যারেস্ট না হলে সেই নমুনা সংগ্রহ করা যাবে না। সুজয়কৃষ্ণ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে এই মামলায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্যেও হেফাজতে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: আরজি কর আন্দোলন নিয়ে ফের আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী
এরপর বিচারক সুজয়কৃষ্ণকে শুক্রবার সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। ওইদিন বেলা ১২টার মধ্যে হাজির করাতে হবে সুজয়কৃষ্ণকে। শুক্রবার সন্তু ও শান্তনুরও হাজিরা দেওয়ার কথা রয়েছে। সেইসময় কাকুকে হেফাজতে নেওয়ার অনুমতি আবেদন করতে পাবে সিবিআই। সেই আবেদন বিবেচনা করে দেখবে আদালত।
অন্য খবর দেখুন