skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollশিবু-কৌশানির রসায়নে জমজমাট বহুরূপীর নতুন গানে
Bahurupi

শিবু-কৌশানির রসায়নে জমজমাট বহুরূপীর নতুন গানে

বসন্তের পলাশের মালায় সেজে উঠেছে কৌশানি

Follow Us :

কলকাতা: প্রকাশিত পেল বহুরূপীর (Bahurupi) নতুন গান। ‘আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল-পলাশ সাজবে আজই নাকে নোলক দিয়া গো, নাকে নোলক দিয়া’। গানে মধ্যে একেবারে অন্য রূপে ধরা দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও কৌশানি মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) ।

আরও পড়ুন: ধর্মেন্দ্র ১৮ পার হতেই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন?

এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়ের। আর বহুরূপীতে তাঁরা প্রথম জুটি বেঁধেছেন। ছবি মুক্তিও আগেই দর্শকদের নজর কেড়েছেন এই জুটি। আজ মুক্তি পেল ‘বহুরুপী’ ছবির প্রথম গান শিমুল পলাশ। গানের মধ্যে ফুটে উঠল শিবপ্রসাদ ও কৌশানির অন স্ক্রিন রোমান্স। বসন্তের পলাশের মালায় সেজে উঠতে দেখা গিয়েছে কৌশানিকে। শিবপ্রসাদকে দেখা গিয়েছে বরবেশ। অফ-হোয়াইট রঙের পাঞ্জাবিতে সেজে, কপালে চন্দনের টিপ পরে দেখা মিলল। নায়ক নায়িকার সমীকরণ, আর অন্যদিকে গ্রামবাংলার সুন্দর ছবি ফুটে উঠেছে এই গানে। বহুরূপীর এই নতুন গানে মুগ্ধ দর্শকরা।

YouTube player

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular