কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar)। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১ হাজার টাকা, তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পান। আর এই প্রকল্পের দ্বারা মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলাই যায়।
আরও পড়ুন: মহিলাদের পানশালায় কাজের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রতিবাদে পথে বিজেপির মহিলা মোর্চা
এখন শোনা যাচ্ছে, আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সূত্রের খবর, সম্প্রতি নবান্নের অর্থ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। যেমন জানা যাচ্ছে, একই ব্যক্তি জালিয়াতি করে নাকি দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। আর এই খবর সামনে আসতেই সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যারা পাওয়ার যোগ্য তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।
দেখুন আরও খবর: