হাথরস: যোগীরাজ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক সঙ্গে মৃত্যু হল শতাধিক বাঁদরের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে এতগুলি বাঁদরের। কিন্তু একসঙ্গে এত বাঁদরের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে। কারণ, বিষক্রিয়া কীভাবে হল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কয়েকমাস আগে রামরাজ্য উত্তরপ্রদেশে এত ঘটা করে রাম মন্দিরে উদ্বোধন করা হল, সেখানে এমন ঘটনা নিয়ে তো প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক! সূত্রের খবর, উত্তরপ্রদেশের হাথরসে ফুড কর্পোরেশনের অফিসের পাশে অবস্থিত একটি গুদামে এই ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল? সেখানে বিষক্রিয়াই বা কীভাবে হল? পুলিশের প্রাথমিক তদন্তে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে শতাধিক বাঁদর মৃত্যুর এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে হাথরসে।
আরও পড়ুন: অসমে সড়ক দুর্ঘটনায় মৃত ৮, তিনজন কোচবিহারের বাসিন্দা
তদন্তের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, ওই গুদাম ঘরে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় বা ইঁদুর না লেগে যায়, সেই উদ্দেশ্যে কীটনাশক জাতীয় কিছু ছড়িয়ে রাখা হয়েছিল। এবার একদল বাঁদর সেই গুদাম ঘরের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকেছিল। হয়ত খাবার খাওয়ার উদ্দেশ্যেই বাঁদরগুলি ওই গুদাম ঘরে গিয়েছিল। সেখানে ওই কীটনাশকের বিষাক্ত গ্যাসে বাঁদরগুলির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। এরপর পুলিশকে না জানিয়ে মৃত বাঁদরগুলির মৃতদেহ পুঁতে ফেলেনে খাদ্য নিগমের কর্মীরা, এমন অভিযোগও সামনে এসেছে। ঘটনার কথা জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যে খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে খবর। তবে ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
দেখুন আরও খবর: