কলকাতা: নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার পর রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির (Flood Situation) আশঙ্কা। জেলায় জেলায় বিভিন্ন আধিকারিকদের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ নবান্নের। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapon Banerjee) সোমবার সাংবাদিক বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলায় জেলায় একাধিক সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও বৈঠকে জানান তিনি।
গত কয়েক দিন ধরেই একটানা ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নদী গুলির জলস্তর বেড়েছে। ডিভিসি পাঞ্চেত এবং মাইথন বাঁধ থেকে জল ছেড়েছে। আর এই দুইয়ের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী জেলাশাসকদের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। নবান্নের তরফে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রবল বৃষ্টির দামোদর ভ্যালি এলাকায় ডিভিসির জল ছাড়া হচ্ছে। বিশেষ করে মাইথন, পাঞ্চেত ও দূর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। তার জন্য বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলায় জেলায় একাধিক সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। যে সমস্ত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে মুখ্যসচিবের সঙ্গে কথা বলে প্রধান সচিব ও সচিব পর্যায়ের ১০ জন শীর্ষ আধিকারিককে নিয়োগ করা হয়েছে। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখবেন।
অন্য খবর দেখুন