নয়াদিল্লি: মণিপুর (Manipur) সহ ছয় রাজ্যে নতুন রাজ্যপাল (Governor) নিয়োগ হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ছয়টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন। তিনটি রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে শনিবার এই খবর জানানো হয়েছে।
সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুর। সিকিমের রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল করা হল। তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বও সামলাবেন। এর আগে মণিপুরের রাজ্যপাল ছিলেন অনুসুইয়া উইকে। অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে করা হল পাঞ্জাবের রাজ্যপাল। তিনি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগঢ়ের প্রশাসকের দায়িত্বও সামলাবেন। পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত আগেই ইস্তফা দেন। মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে। তেলঙ্গানার প্রশাসকের দায়িত্বে ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সন্তোষকুমার গঙ্গওয়ার। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ। ছত্তিশগঢ়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা। মেঘালয়ের প্রশাসকের দায়িত্বে সি এইচ বিজয়শংকর। রাজস্থানের রাজ্যপাল হয়েছেন হরিভাউ কিষাণরাও বাগদেকে।
আরও পড়ুন : সোমবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
আরও খবর দেখুন