কলকাতা: আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) এবার চাঞ্চল্যকর মোড়। বিস্ফোরক তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন ৯ অগাস্ট এক মহিলা সিভিক ভোলেন্টিয়ারকে ফোন করেছিল অভিযুক্ত সঞ্জয় রায়। সেই সূত্রে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দল। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে।
ওই মহিলা সিবিআইকে জানিয়েছেন, ৯ অগাস্ট সঞ্জয় তাঁকে ফোন করেছি। শুধু বলেছিলেন,’আমি আপনাকে কিছু বলতে চাই। লোকে আমার সম্পর্কে যাই ভাবুক। আমি তেমন নই। আমি আপনাকে দিদি বলে ডাকতে পারব না।’ এরপরই ফোন কেটে দেয় সঞ্জয়। ওই মহিলা আরও জানিয়েছেন, জুলাই মাস নাগাদ আরজি করে তাঁর এক আত্মীয় ভর্তি ছিল। সেই সূত্রেই সঞ্জয়ের সঙ্গে তাঁর আলাপ। দুজনের মধ্যে ফোনে কথা হত। তাই কি আরজি করের ঘটনার পর কিছু জানাতে ফোন করেছিলেন ওই মহিলাকে? খতিয়ে দেখছে তদন্তকারীরা।
খাস কলকাতায় মহিলা চিকিৎসককে হেনস্থা অ্যাপক্যাব চালকের
এদিকে জেলের ভিতর দম বন্ধ হয়ে আসছে বলে কারারক্ষীদের জানিয়েছেন ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়। জেল সূত্রে খবর, নিজের সেলে বসে অঝোরে কাঁদছেন আজকাল। তার একটাই কথা জেলে থাকতে ভাল লাগছে না। দম বন্ধ হয়ে আসছে। জেল কর্তৃপক্ষ সব আবেদন খারিজ করে দিয়েছে। তার স্বাধীন ভাবে ঘোরাফেরার অভ্যেস। এভাবে বেঁচে থাকা যায়?
প্রসঙ্গত, আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ১৪ আগস্ট তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয়। ২৩শে আগস্ট থেকে প্রায় দু’মাসের বেশি সময় ধরে জেলের রয়েছেন সঞ্জয়।
দেখুন আরও খবর: