কলকাতা: একদিকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আর অন্যদিকে আর জি করের (RG KAR) ঘটনায় জামিন হয়েছে টালা থানার ওসি এবং কলেজের অধ্যক্ষের। এই অবস্থায় রাজ্য বিজেপির (BJP) ঠিক কী মন্তব্য করা ঠিক হবে তা বুঝে উঠতে পারছে না। কেউ সিবিআইকে (CBI) দোষ দিচ্ছে আবার কেউ স্বীকার করে প্রকাশ্যে বলছে বিরোধী দলগুলি রাজনৈতিক দেউলিয়ার পরিচয় দিচ্ছে।
সেইসঙ্গে তাদের সেই পুরনো বক্তব্য, বাম কংগ্রেস মোদি গট আপ বলেও মন্তব্য করতে কোনও কসুর করছে না তারা। সব চেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়াতে মোদিজিকে নিয়ে ঝড় উঠেছে। এই অবস্থায় রাজ্য বিজেপি একটু ব্যাকফুটে। যদিও দলের মুখপত্র শমীক ভট্টাচার্য বিরোধী দলের দেউলিয়াপানার কথা বলেছেন। তার মতে, আর জি করের ঘটনার পর কোন বাওলজিকাল প্রমাণ নেই । সব নষ্ট করে দেওয়া হয়েছে। তাই তদন্ত হবে কি করে ? আর পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও বেশিদিন বাইরে থাকবে না। কিন্তু ঘটনায় দলের অন্দরে নানা ক্ষোভ দেখা দিচ্ছে। বিশেষ করে নীচু তলার কর্মীদের মধ্যে।
আরও পড়ুন: দিল্লি সহ আরও তিন রাজ্যে আতশবাজি বন্ধ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
এদিকে এই সময় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। বাড়ি বাড়ি যেতে হচ্ছে অনেকেই। জামিনের ঘটনায় নানা প্রশ্ন আসছে। কর্মীরা সবটা উত্তর দিতে পাচ্ছে না । এর ফলে সদস্য সংগ্রহ অভিযানে প্রভাব পড়বে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে পরিস্থিতি যতই স্বাভাবিক আছে বলে দেখা বিজেপি, বর্তমান অবস্থা নিয়ে চাপে বিজেপি।
দেখুন অন্য খবর: