বহরমপুর: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আরও সম্পত্তির খোঁজ মিলল। সোমবার বহরমপুরের ফ্ল্যাটের হদিস পাওয়া গেল। বহরমপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাবু পাড়া এলাকায় সবিতা রেসিডেনসিতে চার তলায় ফোর ই ফ্ল্যাটে থাকতেন সন্দীপ ঘোষ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থপেডিক ডিপার্টমেন্টে কর্মরত থাকাকালীন বহরমপুরের থাকতেন তিনি। তবে গত কয়েক বছর ধরে তিনি ওই ফ্ল্যাটে আর আসেন না।
আরও পড়ুন: প্রেমে অশান্তি, হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু যুবকের
আবাসনের নিরাপত্তারক্ষীরা অবশ্য দাবি করছেন, গত চার বছরের মধ্যে এক বারও ‘সন্দীপ ঘোষ কে চোখে দেখেননি। তবে তিনি জানেন ওই ফ্ল্যাটের মালিকের নাম সন্দীপ। আবাসনে নিরাপত্তা বলেন, ‘‘গত চার বছর ধরে এই আবাসনে ডাক্তারবাবুকে আসতে দেখিনি। তবে অনেকের মুখ থেকে শুনি, তালাবন্ধ ওই ফ্ল্যাটটি ডাক্তারবাবুর।’ যদিও ফ্ল্যাটের মেন্টেন্স খরচ তিনি মাসে মাসেই দিয়ে দিতেন। তবে দুমাস ধরে আর মেন্টেন্স খরচ আর দেননি তিনি। ফ্ল্যাটের বাসিন্দারা জ্বানাচ্ছেন কারো সঙ্গে সেভাবে মিশতেন না সন্দীপ ঘোষ। ওই ফ্ল্যাটের পাশের বাসিন্দা সন্দীপ ঘোষের উপযুক্ত শাস্তি চেয়েছেন।
অন্য খবর দেখুন