ওয়েব ডেস্ক: সিরিয়া ইস্যুতে হাত মিলিয়েছে রাশিয়া ও ইরান। মস্কোর লক্ষ্য বাশার আল আসাদ সরকারকে নিরাপত্তা দেওয়া। মাত্র তিনদিনের রক্তাক্ত অপারেশনে সরকার বিরোধী এক হাজার বিদ্রোহিকে হত্যা করেছেন পুতিন। ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) বিদ্রোহি গ্রুপকে কোণঠাসা করেছে রাশিয়ার একের পর এক বিমান হামলা ও সিরিয়ার সেনারা।
সিরিয়ার অন্যতম বড় শহর আলেপ্পোতে ঝাঁপিয়ে পড়ে আসাদ ও পুতিন বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদ্রোহি গোষ্ঠী হায়াত তাহরির আল শ্যামের প্রধান আবু মহম্মদ আল জুলানির মৃত্যু হয় রুশ বিমান হামলায়। আলেপ্পো পরিণত হয় যুদ্ধক্ষেত্রে।
আরও পড়ুন: পদ্মাপাড়ে হিন্দুদের উপর বিরামহীন বর্বরতা অব্যাহত, কোণঠাসা বাংলাদেশ?
জঙ্গি গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’-এর নেতৃত্বে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী আলেপ্পো শহর দখল করল বিদ্রোহীরা। দেশের প্রেসিডেন্টকে হটিয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার শহরময় দাপিয়ে বেড়াচ্ছে অস্ত্রধারী জঙ্গিরা। পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যে আসাদের সমর্থনে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৪৪ জন আমজনতা।
দেখুন আরও খবর: