কলকাতা: নিরাপত্তারক্ষীদের (Security Guard) তাণ্ডবে আতঙ্কিত উত্তর কলকাতার নর্থ সাবার্বান হাসপাতালের ডাক্তার (Doctor), নার্সরা (Nurse)। মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ উঠছে। ঘটনায় দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্রপ্রসাদ ও সৌরভ দে। আগেও একাধিকবার এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
অভিযোগ, শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার অভিযোগ উঠলে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছিল। ওই ঘটনায় ভয় পেয়ে যান ডাক্তার, নার্সরা। তাঁরা কাশীপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত দুজনকে গ্রেফতার করেছে। হাসপাতালের তরফে সুপার পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, একাধিকবার স্বাস্থ্য দফতরকে জানিয়েও কাজ হয়নি। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও জানানো হয়েছিল।
আরও পড়ুন: কবে, কোথায় জন্ম নেবে দীপবীরের সন্তান? প্রকাশ্যে এল বড় খবর
আরও খবর দেখুন