কলকাতা: প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ার পরে সিপিএমের (CPM) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ভর্তি করানো হয়েছিল দিল্লি এমসে। আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। গত ৯ সেপ্টেম্বর তাঁর অবস্থার অবনতি হয়েছিল। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় ডাক্তারদের। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালের ১২ অগাস্ট ইয়েচুরির জন্ম চেন্নাইতে। তাঁর পৈতৃক বাড়ি হায়দরাবাদে। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন তিনি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। জেএনইউতে ইয়েচুরি বামপন্থী রাজনীতিতে যোগ দেন। ১৯৮৪ সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন। ১৯৯২ সাল থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য। ২০১৫ সালে সিপিএমের কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি।
আরও পড়ুন: বিকেল ৫টায় বৈঠকের ডাক, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের
আরও খবর দেখুন