দিল্লি: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক! আর এই নিয়ে সপ্তাহে দুবার। শুক্রবার সকালে দিল্লির ৬ টি স্কুলে আসে বোমা হামলার হুমকি মেল। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই ৬টি স্কুলে পৌঁছয় পুলিশ, দমকল, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড। কিন্তু ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে সূত্র মারফত খবর।
এই মাসের ৯ ডিসেম্বর দিল্লির ৪৪টি স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। তাতেও তল্লাশি চালানো হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। কিন্তু সেখানেও কোন কিছুই মেলেনি।
আরও পড়ুন: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু
আজ, দিল্লির পশ্চিম বিহারে অবস্থিত ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুলে ভোর সাড়ে চারটের আশেপাশে আসে হুমকি মেল। অন্যদিকে, শ্রীনিবাস পুরীতে অবস্থিত কেমব্রিজ স্কুলে সকাল ৬টা ২৩ মিনিট, পূর্ব কৈলাসের ডিপিএস অমর কলোনিতে ৬টা ৩৫ মিনিট, ডিফেন্স কলোনিতে অবস্থিত দক্ষিণ দিল্লি পাবলিক স্কুলে সকাল ৭টা ৫৭ মিনিট এবং সফদরজংয়ে দিল্লি পাবলিক স্কুলে সকাল ৮টার আশেপাশে এবং রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলে সকাল সাড়ে আটটা নাগাদ হুমকি মেল আসে বলে পুলিশ সূত্রে জানানও হয়।
আগের দিনের মত আজকেও ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ঘটনাস্থলে পৌছনোর পর সেখান থেকে কিছুই উদ্ধার হয়না। সকালবেলা দিল্লির ৬ টি স্কুলে হুমকি মেল আসার পর আতঙ্ক ছড়ায় স্কুল চত্বর জুড়ে। ইতিমধ্যেই, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি পুরো ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, এর আগে বিমানেও বহুবার এসেছে হুমকি ইমেল। সেই ঘটনার তদন্তে নেমেও পুলিশের পক্ষ থেকে কিছু উদ্ধার হয়নি। তদন্তে পুলিশ জানতে পারে সমস্ত ঘটনাটাই ভুয়ো। তদন্তকারীরা জানান এই ঘটনার সঙ্গে জড়িত এক ভুয়ো সোশ্যাল মিডিয়া দল।
দেখুন অন্য খবর