কলকাতা: ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও ( Vicky Vidya Ka Woh Wala Video )-র নতুন গান প্রকাশ পেল। সেই গানে তৃপ্তি দিমরির (Tripti Dimri) ঠুমকা আগুন ঝরাচ্ছে। ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও-র নতুন গান মেরে মেহবুব। সেই গানে দেখা গিয়েছে রাজকুমার রাও (RajKummar Rao) ও তৃপ্তি রসায়ন। গানে তৃপ্তির পোশাক থেকে লুক সবই নজর কেড়েছে নেটিজেনদের। অ্যানিম্যাল ছবিতে কাজ করার পর সেনসেশনাল তৃপ্তি দিমরি এখন বলিউডে শোরগোল ফেলে দিয়েছেন।
আরও পড়ুন: প্যারিস ফ্যাশন উইকে আলিয়া-ঐশ্বর্য
তৃপ্তি ও রাজকুমার অভিনীত ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা ভিডিয়ো’ এই ছবি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নবববিবাহিত দম্পতিকে নিয়ে তৈরি এই ছবির গল্প। ছবিতে মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, অর্চনা পূরণ সিংহও অভিনয় করেছেন। মুক্তি পেয়েছে ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো’-র ট্রেলার ৷ রাজকুমার-তৃপ্তির এই ট্রেলার দেখে চমকে গিয়েছে নেটপাড়া ৷ এবার মুক্তি পেল নতুন গান মেরে মেহবুব। নতুন গানে তৃপ্তির নাচের দৃশ্য উষ্ণতা ছড়িয়েছে। এই গানে তৃপ্তিকে মাটিতে শুয়ে নাচতে দেখা গিয়েছে। তাতেই বিপত্তি। গান মুক্তি পেতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের দাবি, তৃপ্তির পতন শুরু হয়ে গিয়েছে। কেউ আবার বলেযছেন, জঘন্য নাচের ভঙ্গি। আবার কেউ কেউ নৃত্যপরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন