ভ্যালেন্সিয়া: ছিল হ্যালোউইন উৎসব। কাতারে কাতারে মানুষজন বেরিয়েছিলেন রাস্তায়। কিন্তু উৎসবের সব আনন্দ এক মুহূর্তে মাটি হয়ে গেল। হ্যালোউইনের শোভাযাত্রা পরিণত হল মৃত্যুমিছিলে। নেপথ্যে প্রকৃতির রোষ। প্রবল বৃষ্টির জেরে বানভাসি বন্যায় ভেসে গেল স্পেনের রাস্তা। আর হড়পা বানের আঘাতে প্রাণ হারালেন শয়ে শয়ে মানুষ। গতকাল থেকে ছবির মত সুন্দর ভ্যালেন্সিয়া শহরকে দেখে কেউ চিনতেই পারছেন না। চারদিকে শুধু কাদামাটি, ভেঙে পড়া বাড়ি, গাড়ির ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তুপ। যেন আচমকা কোনও বিপর্যয় ঘটে গেছে সেখানে।
গত ৩১ শে অক্টোবর থেকে প্রবল বৃষ্টি শুরু হয় স্পেনের দক্ষিণ অংশে। ভারী বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় হড়পা বান নেমে আসে। এর জেরে ভেসে যায় ঘরবাড়ি, দোকানপাট, ছোট ও বড় গাড়ি। প্রকৃতির রুদ্ররূপ যেন স্পেনের সব সৌন্দর্য ও গরিমাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এর জেরে ভ্যালেন্সিয়া সহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আন্দালুসিয়া এবং হুয়েলভা। এখনও পর্যন্ত এই বিপর্যয়ের কারণে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। কারণ, কাদার নীচে এখনও অনেকে আটকে থাকতে পারে।
আরও পড়ুন: অন্ধকারে ডুবছে বাংলাদেশ! আদানির হস্তক্ষেপে বিরাট সমস্যায় ইউনুস সরকার
সম্প্রতি স্পেনে ঘটল এমন ঘটনা, আগে এই একই ঘটনার সাক্ষী থেকেছে নেপাল, তারও আগে ভারতের কেদারনাথে ঘটেছিল হড়পা বানের ঘটনা। আসলে এমন সব বিপর্যয় হাজারো মানুষের প্রাণনাশের পাশাপাশি অনেকের থেকে সবকিছু কেড়ে নিয়ে তাঁদের নিঃস্ব করে তোলে। কিন্তু আমরা নিজেরাই কি এইসব ঘটনার কারণ নই? গবেষণা বলছে, আমরা প্রকৃতির উপর অত্যাচার করি বলেই হয়তো এমন সব ঘটনার সংখ্যা বাড়ছে দিনের পর দিন। আদতে লাগামটা আমাদের হাতেই রয়েছে। আমরা কি সেই লাগাম টেনে ধরতে পারিনা!
দেখুন আরও খবর: