পবিত্র ত্রিবেদী
তাহলে যা দাঁড়াল তাতে ‘সিনিয়র সিটিজেন’ (Senior Citizen) হতে বলিউডের (Bollywood) কিং অফ রোম্যান্স শাহরুখ খানের (Shahrukh Khan) আর মাত্র একটি বছর বাকি। আজ, শনিবার কিং খান ৫৯ বছরে পা দিলেন। প্রতিবার এই দিনে যে দৃশ্য দেখা যায় বাসভবন মন্নতের ছাদে উঠে দর্শকদের উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন শাহরুখ। এবার অবশ্য ওই ছবি দেখা যায়নি। ভক্তরা হতাশ হয়েছেন। তবে ভক্তকুলের আবেগ থেকে এটা নিশ্চিত, হৃদয়ে উত্তেজনা নিয়ে আবার আগামী বছর জন্মদিনের আগের রাত থেকেই মন্নতের সামনে আবেগ বিহ্বল হয়ে ভিড় করবেন ফ্যানরা। অপেক্ষা করবেন স্বপ্নের নায়ককে এক পলক দেখার জন্য। কিন্তু, চলচ্চিত্র বোদ্ধারা অনেকেই জটিল হিসেব কষতে শুরু করেছেন। খাতায় কলমে শাহরুখ সামনের বছর ৬০-এ পা দেবেন। ষাট বছর হলে তাঁকে ‘সাধারণত’ বৃদ্ধ বলা হয়। সে চাকরি থেকে অবসরের বয়স হোক কিংবা সমাজের চলতি বর্ণনাতেই বলা হোক। তার মানে সামনের বছর থেকে শাহরুখও বৃদ্ধ হবেন। কিন্তু, তাঁর অগণিত ভক্তদের কাছে শাহরুখ কি আদৌ বৃদ্ধ হবেন? তিনি তো চির তারুণ্যের রোমান্টিক প্রতিনিধি। আমাদের রীতি অনুযায়ী বৃদ্ধ রোমান্স করছেন এই দৃশ্যের গুণুগ্ধ হয়তো সেভাবে দেখা যায় না। তাহলে এরপর কী? নিজের জীবন কাহিনীর মতো শাহরুখ কি সৃষ্টি করবেন নয়া ইতিহাস?
হলিউডের সিনেমায় বৃদ্ধ বয়সে ‘ইটস কমপ্লিকেটেডে’ মেরিল স্ট্রিপ ও অ্যালেক ব্যাল্ডউইন কিংবা ‘মেরি মি’ সিনেমায় জেনিফার লোপেজ ও ওয়েন উইলসনের প্রেমে মজেননি এমন দর্শক নেই। ভারতীয় সিনেমায় বিশেষ করে দক্ষিণে রজনীকান্ত, কমল হাসান এখনও কখনও কখনও রোম্যান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু শাহরুখের একাধিক প্রজন্মের তরুণদের রোমান্স করতে শেখানো চিরকালীন আবেগের সেই প্রেমিককে কি এরপর দেখা যাবে? শাহরুখের মুখে কি এরপর ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম, পিয়ার হোতা হ্যায় দিওয়ানা সনম’-এর মতো গান কিংবা ‘কভি কভি কুছ জিতনে কে লিয়ে কুছ হার না পড়তা হ্যায়’, ‘প-ল-ট’-এর মতো সংলাপে ভালোবাসার তীব্রতা, না পাওয়া প্রেম, বিচ্ছেদ, রূপকথার উত্তেজনা পাওয়া যাবে? জন্মদিনে বাড়ির ছাদে শাহরুখ দেখা দেবেন, এই আশায় অজস্র প্রত্যাশীদের মতো কী হবে কী হবে মন নিয়ে বলিউডের ইতিহাসে নয়া অধ্যায় দেখার অপেক্ষায় সিনেমা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: জন্মদিনের দিন মান্নাতের ছাদে দেখা দিলেন না শাহরুখ
দেখুন অন্য খবর: