নয়াদিল্লি: মিশনারীদের বিরুদ্ধে অস্পষ্ট, অশুভ অভিযোগ আনায় এনসিপিসিআরকে (NCPCR) ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। মিশনারী সংগঠনগুলি অবৈধভাবে শিশু পাচার চক্রে জড়িত। ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের এমন অভিযোগে আনা মামলার বক্তব্য অস্পষ্ট এবং অশুভ বলে অভিমত সুপ্রিম কোর্টের।
এমন অভিযোগে বিচার পেতে সংবিধানের আর্টিকেল ৩২ অনুসরণে করা এনসিপিসিআর-এর মামলাটিকে ‘অদ্ভুত’ বলে অভিহিত করেছে আদালত। কারণ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে আর্টিকেল-৩২ এর সৃষ্টি। সেখানে কোন প্রতিষ্ঠান সেই ব্যবস্থাকে হাতিয়ার করে বেসরকারি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে না। জানিয়েছে আদালত।
আরও পড়ুন: ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করা হল
ঝাড়খন্ডে একটি মিশনারি সংগঠন চ্যারিটি হোম-এর মাধ্যমে শিশু বিক্রির ব্যবসা করছে বলে মামলা ২০২০ সালে। ঝাড়খণ্ডে চলা এমন প্রত্যেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি মামলাকারীর। একই সঙ্গে বিশেষ তদন্তকারী দল গঠন করে অন্যান্য রাজ্যে থাকা এমন প্রতিষ্ঠানগুলিতেও তদন্তের দাবি। ঝাড়খন্ড সহ অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাব, উত্তর প্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, বিহার এবং অন্ধ্রপ্রদেশে এমন অবৈধ ব্যবসার চলছে বলে অভিযোগ।
অভিযোগগুলি অস্পষ্ট এবং অশুভ। ফলে তার ভিত্তিতে কোন নির্দেশ দেওয়া যায় না। অভিমত দিয়ে মামলা খারিজ। কমিশন্স ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট ২০০৫ অনুযায়ী এনসিপিসি আর এমন ক্ষেত্রে নিজেই অনুসন্ধান করে দেখার ক্ষমতাধারী। শিশুদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষমতাও তার রয়েছে। জানিয়েছে বিচারপতি বিবি নাগরত্ন ও বিচারপতি এন কোটেশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চ।
আরও খবর দেখুন