নয়াদিল্লি: দাবিহীন মৃতদেহ চিহ্নিতকরণের ( Identification of unclaimed bodies) স্বার্থে জনস্বার্থ মামলা। সরকারি ডিএনএ সূচক তৈরির দাবি। কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রতিবছর দেশে গড়ে চল্লিশ হাজার মৃতদেহ মেলে। যা পরিচয় এবং দাবিদারহীন। এই তথ্য সামনে রেখেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানতে চাইল।
আদালতের নির্দেশে ২০১৮ সালের ১ মে সরকার জানিয়েছিল, প্রাসঙ্গিক আইন তৈরি করা হবে। সেইমতো লোকসভায় একটি বিল পাস (Bill passed in Lok Sabha) হয়। কিন্তু, পরবর্তীকালে সেই বিল কার্যকর না হয়ে বাতিল হয়ে যায়। পরে ফের বিলটি অনুমোদিত হয় এবং তা পর্যালোচনা কমিটির কাছে যায়। কিন্তু ২০২৩ এর ২৪ শে জুলাই বিলটি প্রত্যাহার করা হয়। ফলে কথা দিয়েও সরকার আইন তৈরি করেনি বলে অভিযোগ মামলাকারীর।
আরও পড়ুন: ঝাড়গ্রামে বদলি ৬২জন পুলিশ অফিসার
সরকারকে আদালত কি করে আইন তৈরি করতে বলে? জিজ্ঞাসা প্রধান বিচারপতির। আইন নয়, সরকার একটি ডিএনএ সূচক তৈরি করুক। যে সূচকের সাহায্যে আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিখোঁজ বা হারিয়ে যাওয়া মানুষের পরিচয় সংগ্রহ করা যাবে। বক্তব্য মামলাকারীর। সরকারি বক্তব্য জমা পড়লে ছয় সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা মানুষের বংশগত পরিচয় চিহ্নিত করা যায়।
আরও অন্য খবর দেখুন