জলপাইগুরি : আবাস যোজনার আওতায় এসে বাড়ি পাচ্ছেন রাজ্যের হাজার হাজার মানুষ। কিন্তু বঞ্চিত হচ্ছেন চা বাগানের শ্রমিকরা। কিন্তু কেন? এই প্রশ্ন তুলে আজ জলপাইগুরির জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা।
মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালি চা বাগানের কয়েকশো শ্রমিক আজ দুপুরে আসাম মোড় এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল।
আরও পড়ুন: রেশন কার্ডের নিয়মে আসতে চলেছে বড় বদল! জানুন বিস্তারিত
চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আজ পথ অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের জেরে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস এবং পণ্য পরিবহনকারী ট্রাকের লম্বা লাইন পড়ে যায় জাতীয় সড়কে।
আন্দোলনরত শ্রমিক কাজল লায়েক পথে বসে জানান, ‘আমাদের কেন আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে সেটাই আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে। সেই কারণেই আজকের এই পথ অবরোধ কর্মসূচি’।
অপর এক আন্দোলনকারী সহমত জানিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে জানান, “দিনের পর দিন আমরা প্লাস্টিক টাঙিয়ে দিন কাটাচ্ছি, অথচ আমাদেরই নাম নেই আবাস যোজনার ঘরের তালিকায়।”
শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়েছেন সিআইটিইউ সংগঠনের নেতা শুভাশিস সরকার। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “আমরা এই দাবিতে আগেই বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছিলাম, এবং বলে এসেছিলাম দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”
দেখুন অন্য খবর: