কেন্দ্রের পক্ষ থেকে রেশন কার্ডের নিয়মে আসতে চলেছে বড় বদল। যার জেরে বিপাকে পড়তে পারে আমজনতা। কিন্তু কেন?
কেন্দ্রের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে, আগের তুলনায় পরিমাণে এবার থেকে কম চাল প্রদান করা হবে। ১ নভেম্বর থেকে চালু হয়েছে এই নয়া নিয়ম। যার জেরে, দু’বেলা রেশনের চালের ভাত খেতে অভ্যস্ত যাঁরা, তাঁরা পড়তে পারেন বিপাকে।
উল্লেখ্য, চালের পরিমাণ কেন্দ্রের পক্ষ থেকে কমানো হলেও বাড়ানো হচ্ছে গমের পরিমাণ।
আরও পড়ুন : আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, স্কুলগুলিকে চিঠি দিল পর্ষদ
কেন্দ্রীয় গণবণ্টন দফতর সূত্রে খবর, আগে রেশন কার্ডে দেওয়া হত ৩ কেজি চাল এবং ২ কেজি গম। সেই নিয়মই এবার বদলে যেতে চলেছে। ১ নভেম্বর থেকে গ্রাহকদের সমান পরিমাণ চাল এবং গম দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। দুটি ক্ষেত্রেই গ্রাহকদের আড়াই কেজি করে চাল এবং গম দেওয়া হবে বলে জানানো হয়েছে।
একইভাবে অন্ত্যোদয় কার্ডেও বড় বদল আনা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় আগে গ্রাহকরা মাসে ৩৫ কেজি খাদ্যশস্য। যার মধ্যে ছিল ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল।নতুন নিয়মে চালের পরিমাণ ১২ কেজি কমানো হয়েছে। এবার থেকে অন্ত্যোদয় কার্ডের গ্রাহকরা মাসে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাবেন বলে জানানো হল কেন্দ্রের তরফ থেকে।
শুধুমাত্র তাই নয়, কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বরের মধ্যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, না হলে বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড। যার জেরে গ্রাহকরা বঞ্চিত হবেন রেশন পরিষেবা থেকে।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল ১ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও অনেকেই তা করেননি। যার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বাড়ানো হয় সময়সীমা।
দেখুন অন্য খবর: