চট্টগ্রাম: বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের জামিনের মামলা এগিয়ে আনার জন্য যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করল আদালত। বুধবার চট্টগ্রাম আদালতে এই মামলার শুনানি হয়নি বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে, এক আইনজীবী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলা এগিয়ে আনার জন্য ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে আবেদন করেন। কিন্তু বুধবার সেই আবেদন সরাসরি খারিজ হয়ে যায় আদালতে। আবেদনকারী আইনজীবীর অভিযোগ, এই মামলার সময় আদালতের বাকি আইনজীবীরা বিচারপতির সামনে হট্টগোল শুরু করে বিচারের কাজে বাধা দেন। যদিও আদালতের বাকি আইনজীবীরা এই অভিযোগ স্বীকার করেননি। তাঁদের একাংশের অভিযোগ, প্রয়োজনীয় ওকালতনামা ছাড়াই শুনানি মামলা এগিয়ে আনার আবেদন করা হয়েছিল। সেই কারণেই আদালতে আবেদনটি খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের ‘নো এন্ট্রি’
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, জাতীয় পতাকা অবমাননা করেছেন তাঁরা। তাই এই মামলা দায়ের করার পরেই ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মাঝে গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ‘সনাতনী জাগরণ মঞ্চের’ মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে। তারপর গত ৩ ডিসেম্বর চট্টোগ্রাম আদালতে তাঁর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন কোনও আইনজীবী না থাকায় শুনানি হয়নি। পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ২ জানুয়ারি। এর মাঝেই মামলা এগিয়ে আনার জন্য আদালতে আবেদন করেন উক্ত আইনজীবী। কিন্তু সেই আবেদনও খারিজ করল চট্টগ্রাম আদালত।
দেখুন আরও খবর: