মেষ- আজ সপ্তাহের প্রথম দিন। ভালো মেজাজেই থাকবে। তবে বন্ধুদের সঙ্গে একটু দূরে থাকাই ভালো। অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। আজ প্রেম প্রণয়ের জন্য ভালো। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। ইতিবাচক পরিবর্তন আনবে।
বৃষ- আবেগপ্রবণ হয়ে যাবেন প্রেমের ক্ষেত্রে। নতুন কিছু জিনিস ঘটবে আজ আপনার জীবনে। সেটি কোনও অর্থ প্রাপ্তি হতে পারে। অজানা বিষয়ে কিছু মানুষ আজ বিপদ ডেকে আনবে। নিজের দিকে তাকান, সতর্ক হন। আর্থিকভাবে, আপনি সবল থাকবেন।
মিথুন-প্রেম উত্তেজনাপূর্ণ হবে। অন্যদের সহায়তা ছাড়া আজ কিছুই হবেন না। কিছু মানুষকে বিশ্বাস করে ভুল করছেন। অজানা ব্যাক্তির সঙ্গে আপনার বিতর্ক হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার মেজাজ একটু খারাপ থাকতে পারে। বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে।
কর্কট- আর্থিক ক্ষেত্রে উন্নতি। ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে। বেপরোয়া আচরণ করে সম্পর্ককে নষ্ট করবেন না। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। অর্থহীন কাজ করার আগে ভেবে নিন। আপনার অনুভূতিগুলি নিয়ে নিজে ভাবুন। শরীরের দিকে মন দিন।
সিংহ- মন শান্ত রাখুন। অর্থ প্রাপ্তির যোগ ভালো। তবে আয় অনুযায়ী ব্যয় করুন। আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যহত করতে পারে। অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন।
কন্যা- কোনও কারণে কেউ আপনার মন আজ ভেঙে দিতে পারে। শিশুদের সঙ্গে সময় কাটান। দরকারি মুহূর্তে অভাব থাকবে। প্রতিযোগিতা থাকবে। নিজের মধ্যে ভালবাসা বজায় রাখতে হবে। পার্টনারের সঙ্গে আজ বেশ কিছু গণ্ডগোল থাকবে। আর্থিক অবস্থা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
তুলা- ব্যক্তিত্ব বজায় রাখুন। মন থেকে ভাল থাকুন। পর্যাপ্ত অর্থ আসবে আপনার জীবনে। বুদ্ধিকে কাজে লাগান। কাজের চাপ বিরক্তির কারণ হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে আজ আপনি প্রশংসিত হবেন। কিছু জিনিস অবশ্যই সমাধান হওয়া দরকার। আপনার চারপাশের মানুষেরা আজ বিপদে ফেলবে। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। আজ দিনভর মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আর্থিক যোগ শুভ।
ধনু- কর্মক্ষেত্রে আজ সুন্দরভাবে কাটবে। নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে। দিনের শুরুটা একটু ক্লান্তিতে কাটতে পারে। আপনার জীবন সঙ্গী আপনার শক্তি। প্রেমে বিচ্ছেদের আশঙ্কা। প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। কথাবার্তায় সংযত থাকার চেষ্টা করুন।
মকর- অংশীদারদের সঙ্গে হাত মেলানোর আগে বুঝে নিন। মন শক্ত রাখুন। বন্ধুদের সঙ্গে নতুন ঝামেলা হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজ করার কারণে আপনি মুশকিলে পড়বেন। টাকাপয়সার সমস্যা দেখা দিতে পারে। নিজের আদর্শকে বিক্রি করবেন না। আত্মবিশ্বাস থাকবে। শরীরের খেয়াল রাখুন। দিনের শেষে মানসিক চাপ কমবে।
কুম্ভ- আপনার একগুঁয়ে মনোভাব আজ মানুষকে আঘাত দিতে পারে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। অপরের প্রতি শ্রদ্ধাশীল হন। আজ ছোটখাটো কোনও ভ্রমণ হতে পারে।
মীন- প্রেমে কষ্ট পেতে পারেন। পেশাদারি যোগাযোগ বাড়বে। অন্যদের দিয়ে জোর করে কাজ করাবেন না। ছুটিতে থাকার চিন্তাভাবনা করুন। পেশাদারি লক্ষ্য পূরণ করতে হবে। নিজের কাজের দিকে আজ আপনি মন দেবেন। পরিশ্রমের ফল যথাসময়ে পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।