নয়াদিল্লি: কাউন্ট ডাউন শুরু। এগজিট পোলের (Exit Poll) সমীক্ষা সামনে চলে এল। পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হতে চলেছে ৩ ডিসেম্বর। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এগজিট পোল সামনে এল। তিনটি রাজ্যে আগামী লোকসভা ভোটের আগে সেমিফাইনালে হাত ও পদ্ম শিবিরের জোর টক্করের ইঙ্গিত। তবে ৪০ আসনের বিধানসভায় মিজোরামে ক্ষমতাসীন আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্টকেই এগিয়ে রাখছে বেশিরভাগ সমীক্ষায়। তবে জোর টক্কর দিচ্ছে আঞ্চলিক জেডপিএমও। ৭ নভেম্বর মিজোরামে নির্বাচন হয়েছে। সেখানে ৮১.২৫ শতাংশ মহিলা ভোটাররা ভোট দিয়েছেন। ৮০.০৪ শতাংশ পুরুষ ভোটারদের ভোট দিয়েছেন।
ইন্ডিয়াটিভি সিএনএক্সের সমীক্ষায় জানিয়েছে, এমএনএফ পাবে ১৪ থেকে ১৮টি আসন। জেডপিএম ১২ থেকে ১৬টি আসন। কংগ্রেস ৮ থেকে ১০টি আসন পাবে। বিজেপি শূন্য থেকে ২টি আসন পাবে। জন কী বাত জানিয়েছে, এমএনএফ পাবে ১০ থেকে ১৪টি আসন। জেডপিএম ১৫ থেকে ২৫টি আসন। কংগ্রেস পাবে ৫ থেকে ৯টি আসন। বিজেপি শূন্য থেকে ২টি আসন।
আরও পড়ুন: সমীক্ষায় মধ্যপ্রদেশে বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই
আরও খবর দেখুন