কলকাতা: কাউন্টডাউন শুরু। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। তেলঙ্গানার ভোটের একটি সমীক্ষায় কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কেসিআরের দল বিআরএস-র মধ্যে সমানে সমানে লড়াইয়ের আভাস মিলেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, তেলঙ্গানায় সিএনএন এক্সিট পোল বলছে, কংগ্রেস ৫৬, ভারত রাষ্ট্র সমিতি ৪৮, বিজেপি ১০, মিম-৫। মোট আসন ১১৯। পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হতে চলেছে ৩ ডিসেম্বর। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষা এমনই বলছে।
এদিকে রাজস্থানেও বিজেপি-কংগ্রেস লড়াইও বেশ হাড্ডাহাড্ডি। তবে এই রাজ্যে কংগ্রেসকে টেক্কা দিয়ে এগিয়ে পদ্মশিবির। জন কি বাত-র সমীক্ষা অনুযায়ী, রাজস্থানে ক্ষমতা দখল করতে পারে বিজেপি। পদ্ম শিবির পেতে পারে ১০০-১২২, কংগ্রেস ৬২-৮৫, অন্যান্য ১৪-১৫ আসন। রাজস্থানের মোট আসন ২০০।
আরও পড়ুন: চার রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, তেলঙ্গানায় কেসিআর
সুতরাং, ২০২৪-এ লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে শাসক-বিরোধী দুই শিবিরের কাছে সেমিফাইনাল। তবে বুথ ফেরত সমীক্ষা যা বলছে, তাতে পাঁত রাজ্যের বিধানসভা ভোটে খুব ভরাডুবি বিজেপির। বিজেপিকে আটকাতে কংগ্রেসকেই সমর্থন জানিয়েছে মানুষ। আগামী ৩ ডিসেম্বর রাজ্যগুলির ভাগ্য নির্ধারণ। সেদিনই জানা যাবে শেষ হাসি কে হাসবে।