নয়াদিল্লি: কাউন্ট ডাউন শুরু। এগজিট পোলের (Exit Poll) সমীক্ষা সামনে চলে এল। পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা (Assembly Election Result) হতে চলেছে ৩ ডিসেম্বর। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এগজিট পোল সামনে এল। ছত্তিশগড় বিধানসভায় ৯০টি আসনের জন্য ৭ ও ১৭ নভেম্বর দুদফায় ভোট হয়। বিদায়ী বিধানসভায় ছত্তিশগড়ে কংগ্রেস পেয়েছিল ৪৮টি আসন। বিজেপি পেয়েছিল ১৫টি আসন। সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানে। তবে রিপাবলিকটিভি ম্যাট্রিজ, দৈনিক ভাস্কর, ইন্ডিয়াটিভি সিএনএক্স জানিয়েছে, কংগ্রেস জয়ী হবে।
টিভি নাইন ভারতবর্ষ, পোল স্ট্র্যাট জানিয়েছে, কংগ্রেস পাবে ৪০ থেকে ৫০টি আসন। বিজেপি পাবে ৩৫ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পাবে শূন্য থেকে তিনটি আসন। দৈনিক ভাস্কর জানিয়েছে, কংগ্রেস পাবে ৪৬ থেকে ৫৫টি আসন। বিজেপি পাবে ৩৫ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পাবে শূন্য থেকে ১০টি আসন। রিপাবলিকটিভি ম্যাট্রিজের সমীক্ষায় জানিয়েছে, কংগ্রেস পাবে ৪৪ থেকে ৫২টি আসন। বিজেপি ৩৪ থেকে ৪২টি আসন। অন্যান্যরা শূন্য থেকে দুটি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, কংগ্রেসের পক্ষে ৪২ শতাংশ ভোট। বিজেপির পক্ষে ৪১ শতাংশ ভোট। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সার্ভে জানিয়েছে ৩১ শতাংশ ভোটার মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলকে চেয়েছে। ২১ শতাংশ চেয়েছে বিজেপির রমন সিংকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে। টিভি ফাইভের সমীক্ষায় জানিয়েছে, কংগ্রেস পেতে পারে ৫৪ থেকে ৬৬টি আসন। বিজেপি পেতে পারে ২৯ থেকে ৩৯টি আসন।
আরও পড়ুন: সমীক্ষায় ইঙ্গিত, মিজোরামে লড়াই দুই আঞ্চলিক দলের মধ্যেই
আরও খবর দেখুন