skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeBig newsচার রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, তেলঙ্গানায় কেসিআর

চার রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, তেলঙ্গানায় কেসিআর

Follow Us :

কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে মধ্যপ্রদেশের বিভিন্ন সমীক্ষায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সমানে সমানে লড়াই চলছে। তেলঙ্গনার ভোটের একটি সমীক্ষায় কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কে সি আর-এরে দল বিআরএস-র মধ্যে সমানে সমানে লড়াইয়ের আভাস মিলেছে।

ছত্তিশগড়ে মোট আসন ৯০টি। জন কি বাত-র সমীক্ষায় বিজেপি ৪০-৪৫, কংগ্রেস- ৪২-৫৩। টিভি ৫ নিউজের সমীক্ষায় বিজেপি- ২৯-৩৯, কংগ্রেস- ৫৪-৬৬। এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বিজেপি- ৩৬-৪৬, কংগ্রেস- ৪০-৫০। টুডেইজ চাণক্যর সমীক্ষা অনুযায়ী, বিজেপি ছত্তিশগড়ে পেতে পারে ৩৩টি আসন, প্লাস – মাইনাস ৮। কংগ্রেস পেতে পারে ৫৭ আসন, প্লাস – মাইনাস ৮। অন্যান্য ০, প্লাস – মাইনাস ৩।

আরও পড়ুন: ডোমকল বিধায়কের বাড়িতে লক্ষ লক্ষ টাকা?

তেলঙ্গনায় সিএনএন এক্সিট পোল বলছে, কংগ্রেস ৫৬, ভারত রাষ্ট্র সমিতি ৪৮, বিজেপি ১০, মিম-৫। মোট আসন ১১৯। মিজোরামে জন কি বাত-র সমীক্ষা অনুযায়ী, এমনএফ ১০-১৪, জেডপিএম ১৫-২৫, কংগ্রেস ৫-৯, বিজেপি ০-২। মোট আসন ৪০টি। জন কি বাত-র সমীক্ষা অনুযায়ী রাজস্থানে ক্ষমতা দখল করতে পারে বিজেপি। পদ্ম শিবির পেতে পারে ১০০-১২২, কংগ্রেস ৬২-৮৫, অন্যান্য ১৪-১৫। রাজস্থানের মোট আসন ২০০।

RELATED ARTICLES

Most Popular