নয়াদিল্লি: কাউন্ট ডাউন শুরু। এগজিট পোলের (Exit Poll) সমীক্ষা সামনে চলে এল। পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হতে চলেছে ৩ ডিসেম্বর। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এগজিট পোল সামনে এল। মধ্যপ্রদেশে (Madhyapradesh) ক্ষমতাসীন বিজেপির (BJP) সঙ্গে কংগ্রেসের (Congress) হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ২৩১ আসনের বিধানসভায় গত ১৭ নভেম্বর ভোট হয়। আগামী লোকসভা ভোটের আগে সেমিফাইনালে হাত ও পদ্ম শিবিরের জোর টক্করের ইঙ্গিত।
পোলস্ট্র্যাট জানিয়েছে, মধ্যপ্রদেশে বিজেপি ১০৬টি থেকে ১১৬টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১১১টি থেকে ১২১টি আসন। ম্যাট্রিজ জানিয়েছে, বিজেপি ১১৮ থেকে ১৩০টি আসন পেতে পারে। কংগ্রেস ৯৭টি থেকে ১০৭টি আসন পেতে পারে। জন কী বাত জানিয়েছে, বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২৩টি আসন। কংগ্রেস পেতে পারে ১০২ থেকে ১২৫টি আসন। অন্যান্যরা ৫টি আসন পেতে পারে।
আরও পড়ুন: পাঁচ ঘন্টা বাপ্পাদিত্য ও সাত ঘণ্টা দেবরাজের বাড়িতে সিবিআই অভিযান
আরও খবর দেখুন