ডোমকল: ডোমকলের তৃণমুল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে মোট ২৮ লক্ষ টাকা নগদ এবং ১২ ভরি সোনা উদ্ধার করেছে বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার দুপুরেই ডোমকল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে আসে সিবিআই। স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে ওই মেশিন নিয়ে এসে বিধায়কের বাড়িতে ঢোকানো হয় । বৃহস্পতিবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। তবে শুধু তিনি নন, এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ কলকাতা পুরসভায় (CMC) তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়িতেও হানা দেয় সিবিআই (CBI Raid)। তবে তার বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: পাঁচ ঘন্টা বাপ্পাদিত্য ও সাত ঘণ্টা দেবরাজের বাড়িতে সিবিআই অভিযান
অন্য়দিকে, তৃণমূলের বিধাননগর পুরসভার (BMC) কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Devraj Chakraborty) বাড়িতে পৌঁছে যায় সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর (TMC MLA Aditi Munshi) স্বামী। এর আগেও তাঁকে একটি মামলায় তলব করেছিল সিবিআই। তাঁর দুটি বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। পাশাপাশি তিনি বলেন, ওঁরা কিছু নথি চেয়েছিলেন। সবই দিয়েছি। তদন্তে সবরকম সহযোগিতা করেছি বলেও দাবি দেবরাজের।