তেলঙ্গানা ঃ ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে আদানির বিরুদ্ধে। যার জেরে এবার নাকানি-চোবানি খাচ্ছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই বিভিন্ন মহল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। আর এবার তেলঙ্গানার কংগ্রেস সরকার আদানি গোষ্ঠীর বরাদ্দ ১০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ফিরিয়ে দিলেন বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ কেষ্টকে ডেকে কানে কানে কী কথা বললেন মমতা? জানুন বিস্তারিত
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি স্পষ্টত জানান, আদানি গোষ্ঠীর পক্ষ থেকে বরাদ্দ করা হয় ১০০ কোটি টাকা, ইয়ং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটি তৈরি করার জন্য। কিন্তু তেলঙ্গানা সরকার আদানি গ্রুপের বরাদ্দ টাকা এবার ফিরিয়ে দেওয়া হবে বলেই জানানও হয়। আর এর পিছনে মূল কারণ, ঘুষ কেলেঙ্কারি মামালায় আদানি গোষ্ঠীর যোগদান।
উল্লেখ্য, দু’বছর আগে মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের পেশ করা রিপোর্টকে কেন্দ্র করে আন্দোলনের পথে হাঁটে গোটা দেশ। আর সম্প্রতি মার্কিন আদালতের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয় গৌতম আদানিই ঘুষ কাণ্ডে অভিযুক্ত। সরকারি অফিসারদের ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছে। যাতে তারা রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহ সংস্থার সঙ্গে সৌর বিদ্যুতের চুক্তি করতে পারে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছে। আর এই আবহেই এবার তেলঙ্গানা সরকার আদানি গোষ্ঠীর ১০০ কোটি টাকা বরাদ্দ ফিরিয়ে দেওয়া হল।
দেখুন অন্য খবর