Thursday, July 3, 2025
HomeScrollযাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন ইউনিট সভাপতি
Trinamool

যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন ইউনিট সভাপতি

নতুন দায়িত্ব কারা কারা পেলেন দেখুন...

Follow Us :

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি হলেন কিশলয় রায়। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি ছিলেন রাজন্যা হালদার।

তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদার সাসপেন্ড করেছে তৃণমূল। আরজি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে।ওই শর্ট ফিল্ম রিলিজ হওয়ার কথা ছিল। তাতে অভিনয় করেছেন রাজন্যা হালদার এবং পরিচালক প্রান্তিক চক্রবর্তী। এরপরই তাঁদের ইতিমধ্যেই সাসপেন্ড করেছে তৃণমূল। এই বিষয় নিয়ে ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে আগেই জানিয়েছিলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সহ–সভাপতি পদ থেকে প্রান্তিক চক্রবর্তী এবং যাদবপুর, ডায়মন্ড হারবার তৃণমূলের সহ–সভাপতি পদ থেকে রাজন্যাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: নির্যাতিতাকে নিয়ে রাজন্যার ছবিতে আপত্তি সুপ্রিম কোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি হলেন কিশলয় রায়। সহ সভাপতির দায়িত্ব পেলেন তন্ময় প্রামাণিক, ফিরোজ আলী লস্কর, এবং সায়ক চক্রবর্তী। আমিনুল ইসলাম মোল্লা, তীর্থরাজ বর্ধন সাধারণ সম্পাদক হলেন। সম্পাদকের হলেন শেখ সাহিল, শাহওয়াজ খান, অন্তরা দাস, সোমনাথ সর্দার, উদিতা পাল, রাজ অর্জন সিং এবং ঋতম দত্ত। কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পান কুতুবুদ্দিন বদ্দি, ঈশিতা সরকার, রূপসা রায়, সানা মন্ডল এবং সৃজিতা বড়ুয়া। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের জানান, এটা রুটিন প্রসেস।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39