নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (supreme court) হিন্দিতে (hindi) মামলা শোনার দাবিতে জনস্বার্থ মামলা(Public interest litigation) দায়ের হয়। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, আদালতে বিভিন্ন মামলা আসছে। সব রাজ্যের কথাই শুনতে হয়। তাহলে কেন শুধু হিন্দিতে সওয়াল হবে?
হিন্দিতে মামলা শোনার আর্জি খারিজ করে এই দেয় সুপ্রিম কোর্ট। আদালতের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে হিন্দিতে সওয়াল-জবাব চালানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেইসঙ্গে সংবিধানের আর্টিকেল ৩৪৮(১)-এর বৈধতা চ্যালেঞ্জ। যে আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট সহ সব হাইকোর্টে সওয়াল-জবাব কেবলমাত্র ইংরেজিতে হয়।
আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যে হিংসার অভিযোগ, পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
আদালত বলে, কেন শুধু হিন্দিতে শুনানির দাবি? দেশের সব রাজ্য থেকেই এখানে মামলা আসে। তাহলে কি সংবিধান অনুমোদিত প্রতিটি ভাষায় আমরা মামলা শুনবো? সে ক্ষেত্রে পরিস্থিতিটা কেমন হবে? মামলাকারীর প্রতি প্রশ্ন করেন প্রধান বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড়।
প্রধান বিচারপতি বলেন, আর্টিকেল ৩৪৮(এক) মূল সংবিধানের অংশ। তার বৈধতা কিভাবে চ্যালেঞ্জ করা যায়? প্রশ্ন আদালতের। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে মামলায় গ্রহণযোগ্যতার অভাব। তাই আবেদন খারিজ করে দেওয়া হল।
অন্য খবর দেখুন: