কলকাতা:দুর্গা (Durgapujo) ও লক্ষ্মীপুজোয় রাজ্যে সাম্প্রদায়িক হিংসার অভিযোগ। পুলিশের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট (High Court) । যেসব এলাকায় হাঙ্গামার অভিযোগ উঠেছে, সেখানে পুলিশ প্রাপ্ত অভিযোগ সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই সম্পর্কে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছ থেকে ১১ নভেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
সেই সমস্ত রিপোর্ট ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে জমা দিতে হবে। সেই রিপোর্টের একটি সংক্ষিপ্তসার তৈরি করার জন্য কোন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে দায়িত্ব দেওয়ার নির্দেশ। যে সারসংক্ষেপ পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করতে হবে।
আরও খবর:ফাঁসিসাজা প্রাপ্ত বলবন্ত সিং রাজওয়ানার দ্রুত শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
অভিযোগ, শান্তিপূর্ণ উৎসব ভঙ্গ করতে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন হামলা চালিয়েছে বলে খবর। দেওয়া হয়েছে হুমকি। আরও অভিযোগ, বার বার পুলিশের কাছে অভিযোগ জানালে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পুলিশ সুপারদের কাছে স্মারকলিপি পেশ করেও লাভ হয়নি। তাই রাজ্যের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং ভয়হীন পরিবেশ রক্ষার্থে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এমনটাই দাবি মামলাকারী দুর্গা বাহিনীর সদস্য ঋতু সিংয়ের।
এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। কেন বিষয়টি রাজ্য পুলিশের হাত থেকে অন্য তদন্তকারীর সংস্থাকে দেওয়ার আবেদন করা হচ্ছে, তার প্রয়োজনীয় কারণ ও বিষয়বস্তু উল্লেখ করা হয়নি। পেশ অভিযোগ অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্ট এখনো মেলেনি। আদালতকে জানিয়েছেন রাজ্যে অ্যাডভোকেট জেনারেল।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ও বিচারপতি মোঃ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ১৪ নভেম্বর নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানির হবে বলে জানিয়েছে। সেখানেই পুলিশি রিপোর্টের পর্যালোচনা এবং মামলার গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গার্ডেনরিচ, শীতলকুচি, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, চন্দননগর, শ্যামপুর প্রভৃতি স্থান থেকে হিংসা ছড়ানোর অভিযোগ এসেছে।
অন্য খবর দেখুন: