skip to content
Tuesday, March 18, 2025
HomeScrollস্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে চম্পট স্ত্রী
Hawrah Kidney Sell Elope Case

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে চম্পট স্ত্রী

স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের স্বামীর

Follow Us :

হাওড়া: স্বামীর কিডনি বিক্রির টাকা (Hawrah Kidney Sell And Elope Case ) নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী। হাওড়ার সাঁকরাইল (Sankrail) ব্লকের ধুলাগড়ির হাটতলা এলাকার ঘটনা। অভাব অনটনের সংসার, সামলাতে নিজের কিডনি বিক্রি করেন হাওড়ার সাঁকরাইলের এক যুবক। এরপর সেই টাকা হাতিয়ে নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালালো ওই যুবকের স্ত্রী। বছর উনচল্লিশের পিন্টু বেজ নামের ওই ব্যক্তি অভিযোগে জানিয়ে স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের স্বামীর। যদিও ডিভিশন বেঞ্চে খারিজ মামলাটি হয়ে যায়।

সূত্রের খবর ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকেই গয়না করিয়ে রাখার প্রয়োজনীয়তার কথা বার বার বলে স্বামীকে একটা কিডনি বেচতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা বেজ। এরপর সেই পাওয়া নগদ ও নগদের মোট দশ লাখ টাকা সহ কেনা গয়না নিয়ে ৩২ বছরের সুপর্ণা বেজ বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে! হাওড়ার সাঁকরাইলের ৩৯ বছরের এক ব্যক্তির এমনই অভিযোগে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।

সূত্রের খবর পিন্টু বেজ তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তার পর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। এ ক্ষেত্রে মামলাকারীর স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর কথা। যদিও হেবিয়াস কর্পাস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, তদন্তকারীদের কাছে ওই মহিলা লিখিত ভাবে জানিয়েছেন যে, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তাঁর প্রেমিক এবং তিনি এখন স্বামী–স্ত্রীর মতো থাকছেন, কেউ তাঁকে জোর করে কিছু করায়নি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার, ২৭ জানুয়ারি হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেকা দিয়ে জানিয়েছেন, তাই এই ক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না। যদিও এরপর নিজের টাকা পয়সা স্ত্রীর কাছ থেকে আদায় করতে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। গত ২৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে সাঁকরাইলের ওই তরুণী আর বাড়ি ফেরেননি বলে তাঁর স্বামী জানিয়েছেন।

তবে এই ঘটনায় আইনজীবীদের বক্তব্য, গোটা ঘটনায় কিডনি বেচে টাকা পাওয়ার বিষয়টি সামনে এসেছে, যা আইনত দণ্ডনীয় এবং সে ক্ষেত্রে ৩৯ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগে অভিযুক্ত হবেন। তবে আইনজীবীদের অন্য একটি অংশের অভিমত হলো, মামলাকারীকে প্রথম থেকে ভুল বুঝিয়েছিলেন তাঁর স্ত্রী। সুতরাং, এখানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা ওই ব্যক্তিকে ঘটনার শিকার বলে ধরে নেওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে ওই আইনজীবীরা মনে করছেন। স্বামীর অভিযোগ তাঁর স্ত্রীকে ব্যারাকপুরের বাসিন্দা এক যুবক ভুল বুঝিয়ে তুলে নিয়ে গিয়েছেন। হাইকোর্টে দায়ের করা অভিযোগে সাঁকরাইলের ওই ব্যক্তি আরও জানান, অভাবের সংসারে বছর বারোর মেয়ের ভবিষ্যতে বিয়ের জন্য এখন থেকেই কিছু গয়না তৈরি করিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

গত বছর নভেম্বর মাসে স্ত্রী র কথা মত পিন্টু বেজ নিজের শরীরের একটি কিডনি বিক্রি করে । ডাক্তার ৩ মাস বিশ্রামে থাকার পরামর্শ দেন এক মাস পনেরো দিনের মাথায় স্ত্রী বাজার করতে যাবার নাম করে তার কিডনি বিক্রির সব টাকা নিয়ে পালিয়ে যায় তার প্রেমিকের সাথে। ১৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী এই ভাবে বিশ্বাসঘাতকতা করায় যথারীতি পিন্টু মানসিক ভাবে ভেঙে পড়েছেন । দুজনে প্রেম করেই বিয়ে করেছিলেন। পিন্টু বাবু একটি কারখানায় কাজ করতেন সেই টাকায় কোনও মতে সংসার চলছিল। এই মধ্যেই স্ত্রী সুপর্ণা ফেস বুকের মাধ্যমে প্রেমে পড়েন ব্যারাকপুর এর সুভাষ কলোনির বাসিন্দা রবি দাসের সঙ্গে পেশায় রং মিস্ত্রি। গত শুক্রবার পিন্টু বাবু তার মা কল্পনা বেজ ১২ বছরের মেয়ে কে নিয়ে যায় ব্যারাকপুরের সুভাষ কলোনিতে স্ত্রী কে আনতে । স্ত্রী আসতে চাইনি বলে স্পস্ট জানিয়ে দেয়। টাকা প্রসঙ্গ তলায় প্রেমিক রবিদাস বলেন আইনে যখন গেছেন আইনের মাধ্যমে যা হবার হবে। অগত্যা খালি হাতেই ফিরতে হয় পিন্টু বেজ কে । এখন তিনি বুঝতে পারেন কিডনি বিক্রির জন্য তার স্ত্রী প্রেমিকের সাথে পরিকল্পনা করেই এই কাজ করেছেন।

মা কল্পনা বেজ বাড়ির ছোট ছেলের এই অবস্থার জন্য দুশ্চিন্তায় আছেন । ক্যামেরার সামনে কেঁদে ফেলছেন কথা বলতে বলতে। ধুলাগড় পঞ্চায়েতের উপ প্রধান আক্তার লস্কর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলে এই ভাবে স্বামীর কিডনি বিক্রি করে পর পুরুষের সাথে চলে যাওয়া টা ঠিক নয় । এই ঘটনায় সমাজের প্রভাব পরে আগামী দিনে নতুন প্রজন্ম কি শিখবে ? এখন টাকা আদায়ের জন্য পিন্টু বেজ কোর্টের দ্বারস্থ হয়েছে। ভবিষ্যতে কি হয় সেই দিকে তাকিয়ে আছে ।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | বুরা না মানো হোলি হ্যায়, এই বিজেপি নেতার কাণ্ড দেখে শিউরে উঠবেন আপনিও
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মোদির মুখে গোধরা কেন?
00:00
Video thumbnail
Sheikh Hasina | ৪ নং লাইভে বি*স্ফো*রক হাসিনা, সব ফাঁস করে দিলেন
00:00
Video thumbnail
Sheikh Hasina | ফের সরাসরি বক্তব্য রাখছেন হাসিনা, কী বলছেন শুনুন
00:00
Video thumbnail
Sheikh Hasina | এই প্রথম সরাসরি বক্তব্য রাখছেন শেখ হাসিনা, দেখুন Live
00:00
Video thumbnail
BJP | তিনিই থাকছেন? সেই খুশিতে দিল্লির বাড়িতে পার্টি সুকান্তর? সাংসদদের মাঝে উপস্থিত শুভেন্দু
00:00
Video thumbnail
Pakistan | পাকিস্তানে ফের হ*ত ৯০ পাক সেনা, কারা করল হা*ম*লা? দেখে নিন বড় আপডেট
01:48:56
Video thumbnail
BJP | বুরা না মানো হোলি হ্যায়, এই বিজেপি নেতার কাণ্ড দেখে শিউরে উঠবেন আপনিও
02:51
Video thumbnail
KKR Team | শক্তি বাড়ল কলকাতার স্কোয়াডে যোগ দিলেন বাঁ হাতি জোরে বোলার, কে সেই ক্রিকেটার?
01:26:35
Video thumbnail
Sheikh Hasina | এই প্রথম সরাসরি বক্তব্য রাখছেন শেখ হাসিনা, দেখুন Live
01:38:05