ঢাকা: বাংলাদেশ ছাড়ার পর আওয়ামি লিগের সভায় একাধিকবার ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন শেখ হাসিনা। কয়েকদিন আগেই তিনি এক ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেছিলেন, ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে হিংসা ছড়িয়েছিল। সোমবার রাতেও তিনি ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে একইরকম অভিযোগ করেন। হাসিনার বক্তব্যের সেই অডিও প্রকাশ করেছে আওয়ামি লিগ। যদিও কলকাতা টিভি এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি। তবে এই বক্তৃতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “ওরা বলছে হাসিনার বিচার করবে। কী বিচার করবে? আমি কী অন্যায় করেছি? আমার হাত দিয়ে কোনও খুন হয়নি। আমি মানুষের জীবন নিতে আসিনি।” এদিন হাসিনা আরও বলেন, “কেউ অবৈধ ভাবে ক্ষমতা দখল করলে, তার বিচার হবে। একজন জনপ্রতিনিধি অপর এক জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। আমি তো সেই সুযোগ পাইনি।”
আরও পড়ুন: নোটিশ জারি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক
সোমবার যখন হাসিনার এই বিস্ফোরক বক্তব্য নিয়ে চর্চা চলছে, তখন উল্টোদিকে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে বড় আপডেট দিল ইউনুস প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রবিবার জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র কিছু আইনি প্রক্রিয়ার জন্য ইউনুস সরকার অপেক্ষা করছেন বলে জানান বাংলাদেশ সরকারের প্রেস সচিব। তিনি আরও জানান যে, হাসিনার প্রত্যার্পণের জন্য ভারতের সঙ্গে সমস্ত আইনি কাজ সম্পন্ন করা হচ্ছে। এইসব প্রক্রিয়া সম্পন্ন হলেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে ইউনুস সরকারের তরফে। যদিও, মাসখানেক আগেই হাসিনার নামে ইন্টারপোলের কাছে ‘রেড কর্ণার নোটিশ’ জারির কথা শোনা গিয়েছিল ইউনুস সরকারের তরফে। তবে এখন সেইসব প্রক্রিয়ায় নয়, আইনি পথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চাইছে ইউনুস সরকার।
দেখুন আরও খবর: