জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ অভিনীত’মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিং সাময়িক বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার জানা গেছে ছবির সেটে ‘কোভিড১৯’ পজিটিভ রোগী বেশ কয়েকজন পাওয়া গেছে। এই অবস্থায় শুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হলিউডের প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৪ জুন পর্যন্ত মিশন ইম্পসিবল ছবির শুটিং বন্ধ রাখা হবে। এ বিষয়ে বিস্তারিত না জানা গেলেও কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যথেষ্ট সর্তকতা অবলম্বন করছে এবং পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে গত ডিসেম্বরে লন্ডনে ছবিটির শ্যুটিং চলাকালীন বেশ কিছু কর্মী কোভিড গাইডলাইন ভঙ্গ করলে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন টম ক্রুজ। সে সময় প্রোডাকশন কর্মীদের গালিগালাজ করেছিলেন তম ক্রুজ। যার একটি অডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। ছবিটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। ছবিটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
‘মিশন ইম্পসিবল ৭’ছবির শুটিং সাময়িক বন্ধ
Follow Us :