পুনে: সবে দু’দিন খেলা হয়েছে। পুনে টেস্টে (Pune Test) এখনই হারের মুখে ভারত (India)। তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড, এগিয়ে ৩০১ রানে। এই পিচে একবার ১৫৬ রানে অল আউট হয়ে যাওয়া ভারতের পক্ষে জেতা খুবই কঠিন বলে মনে হচ্ছে। আর পুনেতে হারলে সিরিজ হারবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
২০১২-১৩ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মন্টি পানেসর এবং গ্রেম সোয়ানের স্পিন জুটি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভারতকে নাস্তানাবুদ করে গিয়েছিল। পুনে টেস্টের এখনও যা হাল-হকিকত তাতে একযুগ আগের লজ্জা ফিরে আসা অসম্ভব কিছুই নয়। সেই লজ্জা থেকে রোহিত শর্মাদের বাঁচাতে পারে দুটি জিনিস। এক, শেষ ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং অথবা দুই, বৃষ্টি।
আরও পড়ুন: ভারতের হাত থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে পুনে টেস্ট
Stumps on Day 2
New Zealand extend their lead to 301 runs
Scorecard ▶️ https://t.co/3vf9Bwzgcd#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/uFXuaDb11y
— BCCI (@BCCI) October 25, 2024
বৃষ্টিতে বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম দিন পুরোটা ভেস্তে গিয়েছিল। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের ৪৬ রানে অল আউট হওয়ার জন্যও অনেকটা দায়ী ছিল বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া। পুনেতে এখনও অবধি রোদ-ঝলমলে আবহাওয়া, কিন্তু তৃতীয় দিনের পূর্বাভাস কী?
অ্যাকুওয়েদার বলছে, শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে আকাশ পরিষ্কারই থাকবে। মেঘের সঞ্চার এবং বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুপুরের দিকেও একই রকম, বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ, তাপমাত্রা বেড়ে হতে পারে ৩২ ডিগ্রি। বিকেল-সন্ধেয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কাজেই ভারতকে এই ম্যাচ বাঁচাতে পারে ব্যাটিংই, বৃষ্টি নয়।