Saturday, July 5, 2025
HomeScrollযৌনতা মানেই অশ্লীলতা নয়, পেন্টিং-মামলায় মত বম্বে হাইকোর্টের
Bombay High Court

যৌনতা মানেই অশ্লীলতা নয়, পেন্টিং-মামলায় মত বম্বে হাইকোর্টের

নামী চিত্রকরদের শিল্পকর্ম মুক্ত করার নির্দেশ দিল আদালত

Follow Us :

মুম্বই: যৌনতা এবং অশ্লীলতা সমার্থক নয়, বলল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। অশ্লীলতা এবং বিকৃতির অভিযোগে দুই খ্যাতনামা চিত্রকর এফ এন সুজা (FN Souza) এবং আকবর পদমসির (Akbar Padamsee) ছবি বাজেয়াপ্ত করেছিল মুম্বই শুল্ক দফতর (Customs Department)। শুক্রবার তা মুক্ত করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

মুম্বই শুল্ক দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শিল্পকর্মগুলিকে বিকৃত এবং অযৌক্তিক আখ্যা দিয়ে বাজেয়াপ্ত করেছিলেন। সুবিচার চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন বিকে পলিম্যাক্স প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থার মালিক এবং শিল্পের পৃষ্ঠপোষক মুস্তাফা করাচিওয়ালা। সেই মামলার আবেদনে বিচারপতি এম এস সোনক এবং বিচারপতি জিতেন্দ্র জৈনের বেঞ্চের পর্যবেক্ষণ, “সব নগ্ন ছবি কিংবা যৌনসম্ভোগ দেখানো ছবিকেই অশ্লীল বলা যায় না।”

আরও পড়ুন: বছরে ৯০,০০০ ভারতীয় শ্রমিককে ভিসা দেবে জার্মানি!

দুই বিচারপতির বেঞ্চ আরও বলে, যৌনতা এবং অশ্লীলতা যে সবসময় সমার্থক নয় তা বুঝতে ব্যর্থ হয়েছেন শুল্ক দফতরের সহকারী কমিশনার। যে যৌনতা বিকৃত কামনার তাকে অশ্লীল বলা যায়। কিন্তু এই ছবিগুলির ক্ষেত্রে কমিশনারের ওই নির্দেশ আমাদের কাছে টিকছে না।

বিচারপতিরা আরও বলেন, প্রত্যেকেও এই ধরনের শিল্পকর্ম পছন্দ, সমর্থন কিংবা উপভোগ করতে বাধ্য নয়। কিন্তু একজন জন-আধিকারিকের ব্যক্তিগত মত, পছন্দ-অপছন্দের ভিত্তিতে বিশেষজ্ঞদের সমাদৃত শিল্পকর্ম নিষিদ্ধ করা, আমদানিতে বাধা দেওয়া এমনকী ধ্বংস করা কিছুতেই মেনে নেওয়া যায় না।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39