skip to content
Friday, December 13, 2024
HomeScrollরাঁচিতে রুট মার্চ! এক 'আকাশ' স্বপ্ন নিয়ে জ্বলল 'দীপ'
India vs England

রাঁচিতে রুট মার্চ! এক ‘আকাশ’ স্বপ্ন নিয়ে জ্বলল ‘দীপ’

স্বর্গীয় বাবা চাইতেন বড় হয়ে অনেক নাম করুক আকাশ

Follow Us :

রাঁচি: ট্র‍্যাজেডি কিছু মানুষের জীবনের গতিপথ বদলে দেয়। যেখানে জীবন থেকে সব প্রত্যাশার মৃত্যু হয়, সেখান থেকেই ফিনিক্সের মতো তাদের মহাকাব্যিক উত্থান হয়। নিমেষে উদাহরণ হয়ে যায় বাকি বিশ্বের কাছে। এই প্রসঙ্গে যাঁর কথা বলছি তিনি রাঁচি টেস্টে অভিষেক করা বাংলার ক্রিকেটার আকাশ দীপ। তাঁর স্বর্গীয় বাবা চাইতেন বড় হয়ে অনেক নাম করুক আকাশ। আজ আকাশের নাম গোটা ক্রিকেট দুনিয়া ইতিমধ্যেই জেনে গিয়েছে। প্রথম সেশনেই ৩ উইকেট তুলে নিয়ে নিজের আগমন বার্তা দেন আকাশ। এমন একটা সময় এসেছিল যখন একই বছরে বাবা এবং তাঁর ভাইকে হারান আকাশ দীপ। জীবন যখন হতাশায় একেবারে বিপর্যস্ত ঠিক সেইসময়েই তাঁর মহাকাব্যিক উত্থান। মন কেড়ে নিল মধাহ্নবিরতির সময়ের এক দৃশ্য। আকাশ দীপ সামনে এবং পিছনে সব ভারতীয় ক্রিকেটারেরা- এগিয়ে চলেছেন ড্রেসিংরুমের দিকে, সঙ্গে সতীর্থদের স্বতঃস্ফূর্ত করতালি। বাস্তব জীবনের ‘বাজিগর’ যেন আকাশ দীপ! অন্য পৃথিবী থেকে নিশ্চয়ই সব দেখছেন তাঁর বাবা আর আশীর্বাদ করছেন নিজের স্নেহধন্যকে।

প্রথমদিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে আকাশ বললেন, ‘আমার এই পারফরম্যান্স বাবাকে উৎসর্গ করছি। বাবা চাইতেন আমি বড় হয়ে কিছু করি। আজ নিশ্চয়ই কিছু করতে পেরেছি। দূর থেকে বাবা গর্বিত হবেন আমি নিশ্চিত।’ যখন বলছিলেন তখন চোখ ভিজে আসছিল। সত্যি এও তো এক রূপকথা! ডেবিউ ক্যাপ দেওয়ার সময় রাহুল দ্রাবিড় আকাশ দীপকে বলেন, ‘বেশি কিছু করতে হবে না, যে প্রসেসে ঘরোয়া ক্রিকেটে সাফল্য এসেছে সেটাই করো।’ আর ঠিক সেই পথেই এল সাফল্য। বাবা অন্য পৃথিবী থেকে দেখলেও এদিন স্টেডিয়ামে ছেলের কীর্তির সাক্ষী ছিলেন তাঁর মা।

আরও পড়ুন: শতরানে সমালোচনার জবাব রুটের, ৩০০ পেরল ইংল্যান্ড

লাঞ্চ টাইম শেষ। প্রেসবক্সে ঠিক পাশের চেয়ারে এসে বসলেন এক মধ্যবয়স্ক ইংরেজ ভদ্রলোক। প্রথমে ভেবেছিলাম জার্নালিস্ট, পরে ভাবলাম এ তো অবিকল প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের মতো দেখতে। দিল্লির এক সাংবাদিক বন্ধু ভুল ভাঙালেন। বললেন, উনি শুধু দেখতে নন, আদতেই মাইক আথারটন, কলামনিস্ট হিসেবে লিখছেন এই সিরিজে। এরপর আর কালবিলম্ব না করে পরিচয় পর্ব মিটিয়ে একটাই প্রশ্ন করলাম, বাজবলের বিসর্জন দিয়ে অবশেষে তাহলে ফর্মে জো রুট? আথারটন প্রত্যুত্তরে বললেন, ‘এটাই টিপিক্যাল রুট ব্যাটিং। দেখুন ডিফেন্সের সময় বলের গন্ধ তাঁর নাকে আসছে। টেস্ট ক্রিকেট এটাই। আপনাকে ক্রিজে সময় কাটাতেই হবে। টেম্পারামেন্ট দেখাতে না পারলে কিসের টেস্ট ক্রিকেট? ঠিক সময়ে রুট ফর্মে ফিরেছে দেখে ভালো লাগল।’ মনে মনে ভাবলাম ইনি পুরো অন্য জগতের লোক যেখানে কোনও স্থান নেই ম্যাককালাম-পন্থীদের! ১৯৯০-এ ম্যাঞ্চেস্টারে এবং ১৯৯৬-এ নটিংহ্যামের ইনিংসেও টিপিক্যাল টেস্ট ব্যাটিংয়ের নিদর্শন দেখিয়েছিলেন আথারটন।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)

ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের একটাই কাজ, দ্রুত অবশিষ্ট তিন উইকেট তুলে নেওয়া। অভিষেকেই আকাশ দীপ ৫ উইকেট নিতে পারেন কি না সেদিকেও নজর থাকবে। এরপর চোখ থাকবে পরপর দুটি টেস্টে দ্বিশতরান করা যশস্বী জয়সওয়াল দিকে। আজাদ ময়দানে পানিপুরি বিক্রেতার ছেলেকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কিংবদন্তি সুনীল গাভাসকর। ম্যাচের মাঝেই একান্তে জানতে চাইলাম, ৭১-এর ক্যারিবিয়ান সফরে জয়সওয়াল থাকলে কি সফল হতেন? হেসে বললেন, ‘কী বলছেন? জয়ন্তী লালের জায়গায় জয়সওয়াল থাকলে হয়তো আমার ভারতের হয়ে অভিষেক করাই হত না।’ লিটল মাস্টার রসিকতার ছলে উত্তরটা দিলেও মনে দাগ কেটে গেল। যে সিরিজের পর লর্ড রিলেটর তাঁকে নিয়ে ক্যালিপসো রচনা করে, সেই লিজেন্ডের মুখ থেকে এই উক্তি! এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কী-ই বা পেতে পারেন জয়সওয়াল!

এরপরও কি ঘুম ভাঙবে না বলিউডের আব্বাস-মাস্তানদের? যশস্বী-আকাশ দীপদের নিয়ে হবে না ‘বাজিগর’-এর সিকুয়েল?

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Priyanka Gandhi | Narendra Modi | প্রথম ভাষণেই মোদিকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার, সংসদে কী অবস্থা দেখুন
00:00
Video thumbnail
Israel | ইজরায়েলি সেনাকে উড়িয়ে দিল হামাস, কী হবে এবার?
00:00
Video thumbnail
Priyanka Gandhi Vadra | সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম ভাষণ, কী বললেন? দেখুন Live
00:00
Video thumbnail
Bangladesh | India | খেলা শুরু ভারতের, ৩০০ কিমি দখল করে বাংলাদেশে ঢুকে গেল আর্মি, এবার কী হবে?
06:48:00
Video thumbnail
Weather Update | ১৫ ডিসেম্বর পর্যন্ত জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, কোথায় কোথায় সতর্কতা জারি?
02:17
Video thumbnail
BJP MLA | সোনামুখী পুরসভার দুর্নী*তি নিয়ে বিজেপি বিধায়কের পোস্ট, পাল্টা হুঁশিয়ারি চেয়ারম্যানের
01:22
Video thumbnail
বাংলা এখন (Bangla Ekhon) | বাংলা এখনে দেখুন রাজ্যের সবচেয়ে আপডেট খবর
05:18
Video thumbnail
Iran | Syria| Ali Khamenei| খামেনির হুঙ্কার, সিরিয়া দখল করবে ইরান?
02:10:01
Video thumbnail
Allu Arjun Arrested | বিগ ব্রেকিং! গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন
01:29:58
Video thumbnail
Syria | Israel | আল জোলানির হুঙ্কার , পরবর্তী টার্গেট নেতানিয়াহু? দেখুন বড় খবর
02:45:58