চেন্নাই: জেমস অ্যান্ডারসনকে ইংল্যান্ডের পিচে ছয় মেরেছেন, অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্সদের মেরে পাট পাট করে দিয়েছেন। এহেন ঋষভ পন্থের (Rishabh Pant) কাছে কে-ই বা তাসকিন আহমেদ, কে-ই বা হাসান মাহমুদ। চেন্নাইয়ে তাণ্ডব শুরু করে দিয়েছেন তিনি। কে বলবে প্রায় দু’ বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরেছেন, ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সেই আগের মেজাজেই আছেন।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ফর্ম ধরে রাখাই ম্যান ইউয়ের লক্ষ্য
শনিবার লাঞ্চ পর্যন্ত ভারতের একটা উইকেটও ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। শুভমান গিল (Shubman Gill) ৮৬ এবং পন্থ ৮২ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেলেন। কোনও অঘটন না হলে দু’জনেই শতরান করতে চলেছেন। দিনের শুরুতে ধরে খেলছিলেন গিল-পন্থ। পন্থ হঠাৎ গিয়ার পাল্টালেন। শুরু হয়ে গেলে তাঁর ৩৬০ ডিগ্রি স্ট্রোক প্লে। গিলের যখন ৭৫ রান, পন্থ তখন পঞ্চাশের ঘরে ছিলেন। এখন দু’জন প্রায় একই জায়গায়। লাঞ্চ পর্যন্ত ভারত ২০৫/৩, মোট ৪৩২ রানে এগিয়ে আছেন রোহিত শর্মারা।
Lunch on Day 3 of the 1st Test.#TeamIndia 205/3
Shubman Gill and Rishabh Pant amass 124 runs in the morning session.
Scorecard – https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/4qRa6Cvc1i
— BCCI (@BCCI) September 21, 2024
এ ম্যাচ থেকে বাংলাদেশের ‘শিক্ষা’ ছাড়া কিছু পাওয়ার নেই। কিছু শিক্ষা ইতিমধ্যেই পাওয়া হয়ে গিয়েছে। যেমন, পাকিস্তান এবং ভারত সমমানের নয়, আকাশ-পাতাল পার্থক্য সেই শিক্ষা, বেকায়দায় পড়া থেকে কীভাবে ম্যাচের রাশ চেপে ধরা যায় সেই শিক্ষা, এছাড়া ব্যাটিং বোলিংয়ে টেকনিক্যাল শিক্ষা তো আছেই। রোহিত শর্মা ফলো অন করালে ম্যাচ হয়তো শনিবারই শেষ হয়ে যেত। তবে দর্শকদের কথা ভেবে হয়তো চতুর্থ দিনে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে গিল, পন্থ, রাহুলরা ব্যাটিং প্র্যাকটিস পাবেন।
দেখুন অন্য খবর: