কলকাতা: ১৪০ কোটি ভারতবাসীর মনে দুঃখ দিয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে জিতেছিল অস্ট্রেলিয়া (Australia)। সে ম্যাচে অপরাজিত হাফ-সেঞ্চুরি করেছিলেন মারনাস লাবুশেন (Marnus Labuschagne)। যে ব্যাটে সেই ইনিংস খেলেন, সেটাই এবার বাতিল করতে বাধ্য হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাটটির দুটি ছবি দিয়ে লাবুশেন লেখেন, “মনে হচ্ছে এবার বিশ্বকাপ ফাইনালের ব্যাটের অবসর নেওয়ার সময় হয়েছে।”
আরও পড়ুন: দলীপ ট্রফিতে খেলবেন রোহিত-বিরাট!
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২৪১। পাওয়ার প্লে-তে ৪৭ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের, এ সময় ব্যাট করতে নামেন লাবুশেন। অন্যদিকে ছিলেন ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ট্রাভিস হেড। সে সময় আগুনে বোলিং করছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং মহম্মদ শামি (Mohammad Shami)। সঙ্গে স্পিনের জাল পাতেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। কিন্তু লাবুশেন-হেড জুটি অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।
Think it’s finally time to retire the World Cup final bat ? pic.twitter.com/X7123Vt8vT
— Marnus Labuschagne (@marnus3cricket) August 12, 2024
বিশ্বকাপ জেতানো লাবুশেনের কোকাবুরা কোম্পানির সেই ব্যাট আর খেলার যোগ্য নেই। দীর্ঘদিনের ব্যবহারে সেটির ‘সুইট স্পট’ থেকে চলটা উঠে গিয়েছে। তবে এই ব্যাট যে সযত্নে নিজের ব্যক্তিগত সংগ্রহে রেখে দেবেন তাতে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপ ফাইনাল জেতানো ব্যাট বলে কথা। ভবিষ্যতে তা নিলামে উঠবে কি না, তাই বা কে বলতে পারে?